
এম কামরুজ্জামান( সাতক্ষীরা )জেলা প্রতিনিধি :: কোস্ট গার্ডের উদ্যোগে তারুণ্যের উৎসব২০২৫” শীর্ষক পরিবেশ ও বন সংরক্ষণ কর্মশালা ও জনসচেতনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার( ১৭ আগস্ট )বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের জনগণের জানমাল রক্ষা,উদ্ধার অভিযান পরিচালনা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নিরলসভাবে কাজ করে আসছে।পাশাপাশি পরিবেশ ও বন সংরক্ষণ,বনজ প্রাণী রক্ষা, কিশোর-তরুণদের মাঝে দেশপ্রেম জাগ্রতকরণ এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিতভাবে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় রোববার সকাল ১০ টায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক আউটপোস্ট প্রাঙ্গণে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব–২০২৫ শীর্ষক জনসচেতনতামূলক সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় নলিয়ান এলাকার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী,কিশোর-তরুণ,জেলে,মাঝি,পেশাজীবী ও সাধারণ জনগণের উপস্থিতিতে পরিবেশ ও বন রক্ষা,বনজ প্রাণী সংরক্ষণ এবং দুর্যোগকালীন সময়ে উদ্ধার কার্যক্রম বিষয়ে তাত্ত্বিক প্রশিক্ষণ ও আলোচনা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম,স্কেল ও পেন্সিলসহ অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড জনগণের জানমাল রক্ষা,পরিবেশ ও বন সংরক্ষণ এবং দুর্যোগ মোকাবিলায় জনগণকে সচেতন করতে এ ধরনের কর্মশালা নিয়মিতভাবে আয়োজন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। উপকূলীয় অঞ্চলে যেকোনো জরুরি প্রয়োজনে কোস্ট গার্ড সেবা নিতে কল করুন ১৬১১১ নাম্বারে।