যশোর আজ বুধবার , ৩১ জুলাই ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

কেশবপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচি পালিত

প্রতিবেদক
Jashore Post
জুলাই ৩১, ২০২৪ ৯:৩১ অপরাহ্ণ
কেশবপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচি পালিত
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, পোনা মাছ অবমুক্তকরণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন ও নিরাপদ মাছ উৎপাদনে বিশেষ অবদান রাখায় ঘের মালিকদের মাঝে সম্মাননা স্মারক প্রদান ও সনদপত্র বিতরণ করেন যশোর-৬ কেশবপুরের সংসদ সদস্য আজিজুল ইসলাম।স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইকবাল,সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা,অতিরিক্ত কৃষি অফিসার জাহাঙ্গীর আলম প্রমুখ।

আলোচনা সভা শেষে নিরাপদ মাছ উৎপাদনে বিশেষ অবদান রাখায় আব্দুল হালিম খান, তুহিন শেখ ও শহিদুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান ও সনদপত্র বিতরণ করা হয়।এর আগে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এমপি আজিজুল ইসলাম।

সর্বশেষ - সারাদেশ