সর্বশেষ খবরঃ

কেশবপুরে বিদ্যালয়ে যাওয়ার একমাত্র ভরসা বাঁশের সাঁকো

রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি :: চারিদিকে পানি আর পানি। বাড়ি-ঘর রাস্তা-ঘাট পানিতে তলিয়ে আছে, এমনকি বিদ্যালয়ের আঙিনায়ও একই অবস্থা। বিদ্যালয়ের মাঠে হাটু পানি থাকায় শিক্ষক-শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়ার একমাত্র ভরসা এখন বাঁশের সাঁকো।

যশোরের কেশবপুর উপজেলার কাটাখালি মাধ্যমিক বিদ্যালয়টি অতিবর্ষণে প্লাবিত হয়ে যাওয়ায় কারণে শিক্ষক ও শিক্ষার্থীদের যাতায়াতের জন্য এখন বাঁশের সাঁকোটি একমাত্র ভরসা হয়ে আছে। এ সাঁকো দিয়ে পার হয়ে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে প্রবেশ করতে হচ্ছে তাদের।

কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কাটাখালি বাজারের পাশে কালিচরণপুর গ্রামের কাটাখালি-কালিবাড়ি সড়কের পার্শে কাটাখালি মাধ্যমিক বিদ্যালয়টি ১৯২১ সালে প্রতিষ্ঠিত। ১০৩ বছরের পুরাতন বিদ্যালয়টি উন্নয়নের কোনো ছোঁয়া এখনো লাগেনি।

কাটাখালি-কালিবাড়ি সড়ক থেকে বিদ্যালয়ের মাঠটি নিচু থাকায় সামান্য বৃষ্টি হলে মাঠে পানি জমে যায়। পার্শবর্তী বিলের তলদেশ উঁচু হয়ে যাওয়ায় বিল ও বিদ্যালয়ের মাঠ সমান হয়ে গেছে। গত আগস্ট মাসে দুই দফা প্রবল বৃষ্টিপাতের কারণে বিদ্যালয়েট মাঠটি প্লাবিত হয়ে গেছে। যার কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

কাটাখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, তার বিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থী রয়েছে ২৩০ জন। প্রতি বছর এসএসসির রেজাল্ট খুব ভালো। কিন্তু বিদ্যালয়টি ১০৩ বছরের পুরাতন হওয়ায় ভবনের খুব সমস্যা। বিদ্যালয়ের ভবন ও মাঠ বিলের সাথে সমান হয়ে গেছে।

এবছর প্রবল বৃষ্টিপাতের কারণে বিদ্যালয়ের মাঠ বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে তলিয়ে গেছে। যার কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। গত দূর্গা পূজার ছুটির সময়ে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য সড়ক থেকে বিদ্যালয় পর্যন্ত ১০ হাজার টাকা ব্যায় করে বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। ওই সাঁকো পার হয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা যাওয়া করছে। বিদ্যালয়ের ভবন নির্মাণসহ মাঠটি উঁচু করা খুব জরুরি হয়ে পড়েছে।

আরো খবর

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত
দুমকিতে বিএনপির নেতাকর্মীদের সাথে আলতাফ চৌধুরীর মতবিনিময়
দুমকিতে বিএনপির নেতাকর্মীদের সাথে আলতাফ চৌধুরীর মতবিনিময়
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল সমাবেশ
খুলনার চিত্রা মহিলা ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
খুলনার চিত্রা মহিলা ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
কেশবপুর আসনের মনোনয়ন ফরম তুললেন জেসিনা মুর্শীদ প্রাপ্তি
কেশবপুর আসনের মনোনয়ন ফরম তুললেন জেসিনা মুর্শীদ প্রাপ্তি
পবিপ্রবির ভূমিকম্প পরিমাপক যন্ত্রটি ১৫ বছর ধরেই অচল
পবিপ্রবির ভূমিকম্প পরিমাপক যন্ত্রটি ১৫ বছর ধরেই অচল
রংপুরের ৮ উপজেলায় জনবল সংকটে চিকিৎসা সেবা ব্যহত
রংপুরের ৮ উপজেলায় জনবল সংকটে চিকিৎসা সেবা ব্যহত
নড়াইলে চোরাই মোবাইল ফোনসহ দুইজন গ্রেফতার
নড়াইলে চোরাই মোবাইল ফোনসহ দুইজন গ্রেফতার