রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি :: যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসব, প্রার্থনা, বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও প্রীতিভোজের মধ্য দিয়ে যিশু খ্রিস্টের জন্মদিন ‘শুভ বড়দিন’ উদযাপন করলো খ্রিস্টান সম্প্রদায়।
দিবসটি ঘিরে আনন্দ-হাসি-গানে প্রাণ মিলেছে প্রাণে। মানবতার কল্যাণে যিশু খ্রিস্টের শান্তির বাণী মানুষের অন্তরে অন্তরে যেন ছড়িয়ে যায় সে প্রার্থনা করেছেন অনুসারীরা। আর ক্রিসমাস ট্রি ও সান্তাক্লজের উপহারে মেতেছে শিশুরা।
সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে যিশুর পৃথিবীতে আগমনের উপলক্ষ দিবসটি উদযাপন করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।
কেশবপুর উপজেলার ছোট পাথরা গ্রামে খ্রিস্টীয় মন্ডলের আয়োজনে বড়দিন উপলক্ষে বাইবেল পাঠ, শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, আলোচনা সভা, ধর্মীয় গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। অসীম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। বাইবেল পাঠ করেন বিকাশ সরকার।
অনুষ্ঠানে তরঙ্গ সঙ্গীত একাডেমীর আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।