রনি হোসেন, কেশবপুর প্রতিনিধি :: কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিশু একাডেমীর আয়োজনে পবিত্র ঈদ -ই-মিলাদুন্নবী উপলক্ষে শিশুদের হামদ-নাত ও রচনা প্রতিযোগিতা, আলোচনা, পুরস্কার বিতরণী, দোয়া ও মিলাদ মাহফিল রোববার ( ১৬ সেপ্টেম্বর ) সকালে অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন উপজেলা নিবার্হী অফিসার মোঃ তুহিন হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এ্যাডভোকেট ওজিয়ার রহমান, আনছার ভিডিপি কর্মকর্তা আশিকুর রহমান, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আনিছুর রহমান ও কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন কেশবপুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা খলিলুর রহমান। সমগ্ৰ অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শিশুবিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু।