যশোর আজ রবিবার , ১১ আগস্ট ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

কেশবপুরে দেয়ালে দেয়ালে তারুণ্যের ‘স্বপ্নলিপি’

প্রতিবেদক
Jashore Post
আগস্ট ১১, ২০২৪ ৬:৫১ অপরাহ্ণ
কেশবপুরে দেয়ালে দেয়ালে তারুণ্যের 'স্বপ্নলিপি'
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি :: সরকার পতন হয়েছে। নতুন করে দেশ গড়ার প্রত্যয় তরুণদের। পুরো দমে দেশ সংস্কার করতে হবে বলে মনে করেন তারা। গত কয়েকদিন দেশে যে সহিংসতা হয়েছে, তা ভুলে গিয়ে এগিয়ে যেতে চান। তাই কালো অতীত মুছে নতুন স্বপ্নলিপি লিখছেন শিক্ষার্থীরা।

রবিবার ( ১১ আগস্ট ) কেশবপুরের বিভিন্ন সড়কের শৃঙ্খলা রক্ষা ও গ্রাফিতি আঁকা শিক্ষার্থীদের সঙ্গে কথা করে এ কথা জানা গেছে।

শিক্ষার্থীরা জানান, সকাল থেকে তারা সড়কের শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন। তাদের মধ্যে অনেকে উপজেলা পরিষদ এলাকার বিভিন্ন দেয়াল, পাইলট স্কুল এন্ড কলেজ গেট এলাকা-সহ বিভিন্ন দেয়ালে গ্রাফিতি আঁকছেন।

তারা বলেন, দেয়ালে আমাদের কোটা সংস্কার আন্দোলনের সময় নানা মন্তব্য, স্লোগান লেখা হয়েছিল। এগুলো স্বাধিকার আন্দোলনের একটি অংশ ছিল। আমরা জনতাকে সঙ্গে নিয়ে নতুন করে দেশ স্বাধীন করেছি। স্বৈরাচারের পতন হয়েছে। এখন আর এই মন্তব্যগুলোর প্রয়োজন নেই। দেশ এগিয়ে যাবে,আমরা নিয়ে যাবো। যে কারণে এই লেখাগুলো মুছে দিয়ে আমরা গ্রাফিতি আঁকছি।

কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী সজল বলেন, গত কয়েকদিনের কালো অতীত মুছে আমরা নতুন দিগন্ত লেখার চেষ্টা করছি। আমরা যা চেয়েছি, অনেকাংশে তা পেয়েছি। এখন সামনে এগিয়ে যাওয়ার দিন। এ দিনগুলোয় কোনো বাজে কথা আমরা আর মেনে নেব না।

গ্রাফিতি আঁকা নিয়ে শিক্ষার্থী তুলি ও ইফতি বলেন, এ দেশ আমার, আমাদের। কোটা সংস্কার থেকে শুরু করে স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে পতিত ক্ষমতাধারীরা আমাদের সঙ্গে যা করেছে, তা বাঙালির মনে গেঁথে থাকবে। কিন্তু, আমাদের তো রাষ্ট্র সংস্কার করতে হবে। যে কারণে আমরা আমাদের বিভিন্ন লেখা দেয়ালগুলো থেকে মুছে ফেলছি। আমাদের প্রত্যয় আমাদের মেধা-মনন থেকে আসবে। নতুন কোনো স্বৈরাচারের জন্ম না হোক, তা যেন মানুষ আমাদের গ্রাফিতি আর্ট দেখে মনে রাখে।

সজীব আহমেদ নামে এক পথচারী বলেন, ছাত্রদের এমন কর্মকাণ্ড অবশ্যই প্রশংসার। তারা এতদিন একটা যুদ্ধে ছিল। তারাই এখন দেশ সংস্কার করছে। তারা রাস্তা পরিষ্কার করেছে। বিভিন্ন স্থাপনা পরিষ্কার করেছে। এখন গ্রাফিতি আঁকছে, এটাই তো দেশের মানুষের বিকাশের উদাহরণ। এতদিন যা হয়েছে, তা কালো অধ্যায়। শিক্ষার্থীরা সেসব মুছে ফেলে নতুন দিগন্তে লাল-সবুজের পতাকা ওড়াবে।

সর্বশেষ - সারাদেশ