রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুর পৌর শহরে গত রবিবার থেকে দেখা যায়নি ট্রাফিক পুলিশের। ফলে ভেঙে পড়েছে শহরের ট্রাফিক ব্যবস্থা। যানজট থেকে নাগরিকদের সড়কে শৃঙ্খলা ফিরাতে কেশবপুর পৌর শহরে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার ( ৮ আগস্ট ) সকাল দশটার পর থেকে কেশবপুর পৌর শহরের ত্রিমোহিনী মোড়, থানার মোড়, বাঘ মোড়, পাঁজিয়া সড়ক এলাকা ঘুরে দেখা যায় শহরজুড়ে যানজটের দুর্ভোগ পোহাতেছে পৌরবাসি সহ সাধারণ জনগণ। যানজট মুক্ত করতে কোটা বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা সকাল থেকেই কাজ করছে।
কেশবপুর সরকারী কলেজের শিক্ষার্থী সজল বলেন,দেশে পরিস্থিতিতে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় জানজট সৃষ্টি হচ্ছে। যে কারণে যানজট মুক্ত করতে আমরা রাস্তায় নেমেছি। আমরা চাই সকলে নিরাপদে ঘরে ফিরুক।
সড়কে চলা পথচারীরা বলছেন শিক্ষার্থীরা জানজট মুক্ত করতে রাস্তায় নেমেছে। শিক্ষার্থীদের এই প্ররিশ্রম কে সাধুবাদ জানায়। দেশের এই অবস্থায় শিক্ষার্থীরা মানুষের জন্য যা করছে সেটা ভুলার নয়।
পৌর শহরের বিভিন্ন ব্যবসায়ীরা বলেন, বাজার ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে যার জন্য রাস্তায় জানজট সৃষ্টি হচ্ছে প্রচুর। তবে শহরে ট্রাফিক না থাকায় শিক্ষার্থীরা যে ভূমিকা পালন করছে সেটা সত্যি অবাক করার মতো। সকল ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে।
ফলে শহরে যানজট অনেক বেড়েছে। দুদিন ধরে শহরে প্রচুর জানজট সৃষ্টি হইছে তবে আজ শিক্ষার্থীরা রাস্তায় নেমে ট্রাফিকের দায়িত্ব পালন করায় স্বাভাবিক হচ্ছে শহর।