যশোর আজ শুক্রবার , ২৩ মে ২০২৫ ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

কেশবপুরে ছাগলের দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদক
Jashore Post
মে ২৩, ২০২৫ ৭:২৭ অপরাহ্ণ
কেশবপুরে ছাগলের দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী ও বিনোদনমূলক ছাগলের দৌড় প্রতিযোগিতা।

শুক্রবার (২৩)মে বিকেলে উপজেলার আটন্ডা গ্রামের মাঝের পাড়ার যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন গ্রামের প্রায় ৩০টি পোষা ছাগল।

দুপুর থেকেই প্রতিযোগীদের ছাগল নিয়ে সমবেত হতে দেখা যায় স্থানীয় একটি মাঠে। মাঠজুড়ে উৎসবের আমেজ, কেউ বাঁশি আবার কারোর চিৎকারে আর মাইকের শব্দে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। দর্শনার্থীদের মধ্যে ছিল শিশু,গ্রামের ছেলে-মেয়েরা,গৃহবধু-সহ বয়স্করাও,যারা আগ্রহভরে উপভোগ করেন এই অভিনব প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় প্রতিটি ছাগলকে নির্দিষ্ট এক প্রান্ত থেকে দৌড়াতে দেওয়া হয় আর কমিটির নানা শব্দ ও সঙ্কেতে তাদের উৎসাহ দেন এগিয়ে যেতে। যেসব ছাগল প্রথমে নির্ধারিত গন্তব্যে পৌঁছে,তাদের মালিকরাই বিজয়ী ঘোষিত হন।

প্রতিযোগীতায় আটন্ডা গ্রামের মাহফুজ ইসলামের ছাগল প্রথম স্থান অধিকার করেন, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন যথাক্রমে একই গ্রামের শহিদুল ইসলাম এবং সাইফুল ইসলামের ছাগল।

আয়োজক কমিটির সভাপতি হাসিবুল হাসান শান্ত বলেন, “আমাদের এলাকার ঐতিহ্য ও বিনোদনের অংশ হিসেবে ছাগলের দৌড় প্রতিযোগিতা গতবছরের মতো এবারও অনুষ্ঠিত হলো। আমরা এটিকে আরও বড় পরিসরে আয়োজন করতে চাই ভবিষ্যতে।”

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক মোঃ ফেরদৌস রহমান।তিনি বলেন,“এই ধরনের আয়োজন গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখে। পাশাপাশি এটি তরুণদের মধ্যে আনন্দ ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেয়।”

সর্বশেষ - সারাদেশ