যশোর আজ সোমবার , ২৮ জুলাই ২০২৫ ১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

কেশবপুরের মাদ্রাসা সুপারের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ

প্রতিবেদক
Jashore Post
জুলাই ২৮, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ
কেশবপুরের মাদ্রাসা সুপারের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

রনি হোসেন, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার রেজাউল ইসলামের বিরুদ্ধে একাধিক অনিয়ম,দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে,তিনি নিয়মিত মাদ্রাসায় উপস্থিত হন না,পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ,সহকারী শিক্ষকদের হেনস্থা ও হয়রানি করেন এবং দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ করে যাচ্ছেন।

স্থানীয় এলাকাবাসী, শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ— সুপার রেজাউল ইসলাম গত ৩০ বছর ধরে ভুয়া বিল ও ভাউচার দেখিয়ে মাদ্রাসা ফান্ডের লক্ষাধিক টাকা আত্মসাৎ করে আসছেন। এমনকি, হিসাব চাওয়ার পরও কোনো তথ্য দেন না তিনি। অভিযোগ রয়েছে, তিনি চারজন কর্মচারীকে বিধি বহির্ভূতভাবে নিজের আত্মীয়স্বজনদের মধ্যে নিয়োগ দিয়েছেন।

এবিষয়ে এলাকাবাসী একাধিকবার মানববন্ধন করেছেন এবং কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অনেক শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি লাইভে এসে সুপারের শাস্তির দাবি তুলেছেন।

সহকারী শিক্ষকরা জানান,নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বারবার তুললেও, এডহক কমিটির সভাপতির যোগসাজশে সুপারের অপকর্ম বন্ধ করা যাচ্ছে না। উপজেলা প্রশাসনেরও এ বিষয়ে সঠিক নজরদারি নেই বলে তাদের অভিযোগ।

এ ব্যাপারে মাদ্রাসার সুপার রেজাউল ইসলামের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসী ও শিক্ষকরা বিষয়টির দ্রুত তদন্ত শেষে দোষীর শাস্তির দাবিতে সংশ্লিষ্টমহলের হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ - সারাদেশ