যশোর আজ মঙ্গলবার , ২ জুলাই ২০২৪ ২১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

কুশিয়ারা নদীতে ভাসিয়ে দেওয়া দুই শিশুর লাশের খোঁজে ডুবুরিদল

প্রতিবেদক
Jashore Post
জুলাই ২, ২০২৪ ১২:৫৩ অপরাহ্ণ
কুশিয়ারা নদীতে ভাসিয়ে দুই শিশুর লাশের খোঁজে ডুবুরিদল
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: কুশিয়ারা নদীতে ভাসিয়ে দেওয়া মরদেহগুলো উদ্ধারে কাজ করছে ডুবরিদল। হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে দুই শিশুর লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার ঘটনায় সৎকারে বাধাদানকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

মৃত শিশুদের অভিভাবকরা মামলা দায়েরের ব্যাপারে উপজেলা প্রশাসনের কাছে আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়াও এ ঘটনায় মরদেহগুলো ডুবুরিদের মাধ্যমে খুঁজে বের করতে চেষ্টা চালানো হচ্ছে। মঙ্গলবার ( ০২ জুলাই ) সকালে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) জুয়েল ভৌমিক এ তথ্য জানিয়েছেন। এছাড়া তিনি মৃত শিশুদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের সরকারি অর্থসহায়তা দিয়েছেন।

ইউএনও জানান,এ ঘটনা অমানবিক। নদীতে ভাসিয়ে দেওয়া মরদেহগুলো ডুবুরিদের মাধ্যমে খুঁজে বের করার চেষ্টা করছি। খুঁজে পেলে ধর্মীয় রীতি অনুযায়ী সৎকার করা হবে।

মরদেহ দুটি ভাসিয়ে দেওয়ার বিষয়ে আইনগত কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি জানান, শিশুদের পরিবার এ ঘটনায় মামলা দায়েরের আগ্রহ প্রকাশ করেছে। পরে থানা পুলিশ আইনানুগ পদক্ষেপে যাবে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ ডালিম আহমেদ জানান, শিশুদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ না দেওয়ায় এখনো আইনগত কোনো ব্যবস্থা নেওয়া যায়নি।

জানা গেছে, গত শনিবার আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামে রুবেল দাসের ছেলে সূর্য দাস (৬) ও মামুদপুর গ্রামে গোবিন্দ দাসের ছেলে প্রলয় দাস (৭) পানিতে ডুবে মারা যায়। সনাতন ধর্মের রীতি অনুযায়ী অপ্রাপ্ত বয়স্ক শিশুদের লাশ দাহ না করে শ্মশানের পাশে মাটিতে পুঁতে সৎকার করা হয়েছিল।

কিন্তু স্থানীয় প্রভাবশালীরা ‘পরিবেশ ক্ষতিগ্রস্ত’ হওয়ার অজুহাত দেখিয়ে লাশগুলো উত্তোলন করে কুশিয়ারা নদীতে ভাসিয়ে দিতে বাধ্য করেন।

সর্বশেষ - লাইফস্টাইল