গোপালগঞ্জ প্রতিনিধি :: মিথ্যা তথ্য ও ভুয়া কাবিননামা তৈরী করে মামলা দেওয়ার অপরাধে ছাবিকুন নাহার পারুল (৩৯) নামে এক নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার ( ২৭ জুলাই )দুপুরে গোপালগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক ফাহমিদা পিয়া এ আদেশ দেন।সরকারি কৌঁসুলি এ্যাডভোকেট এম এ আলম সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
ছাবিকুন নাহার পারুল কাশিয়ানী সদরের বাসিন্দা শেখ আবুল হাসেমের মেয়ে। পারুলের স্বামী ইয়াছিন শেখ ২০১৪ সালে মারা যান এবং দুটি পুত্র সন্তানও রয়েছে।
মামলা নথি ও আদালত সূত্রে জানা গেছে, ভুয়া কাবিননামা তৈরী করে ২০২৪ সালের মে মাসে কাশিয়ানী সদরের বাসিন্দা মো. সবুজ আল সাহবা (৩১) নামে এক যুবককে স্বামী দাবি করে আদালতে যৌতুক মামলা দায়ের করেন ওই নারী। ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়েছে বলে মামলায় উল্লেখ করেন তিনি।
এ মামলায় ওই যুবক আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাকে কারাগারে পাঠায়। ৩ দিন কারাভোগ করে জামিনে মুক্তি পান ওই যুবক। পরে অপরাধ তদন্ত বিভাগ ( সিআইডি ) মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে। সিআইডি মামলার ঘটনার সত্যতা পায়নি।
এরপর ওই নারীর বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতি মামলার অভিযোগ এনে মামলা করেন ভূক্তভোগী ওই যুবক। সেই মামলা রোববার হাজিরা দিয়ে আইনজীবীর মাধ্যমে আদালতে জামিন চেয়েছিলেন ওই নারী। বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সরকারি কৌঁসুলি বলেন,যৌতুক মামলাটি আদালতের কাছে মিথ্যা প্রমাণিত হয়েছে।পরবর্তী সময়ে ভুক্তভোগীর দায়ের করা মামলায় ওই নারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।