আনোয়ার হোসেন :: যশোর জেলার নবাগত পুলিশ সুপার জিয়া উদ্দিন আহম্মেদ কর্মস্থলে যোগদান করেছেন। গতকাল শনিবার (৩১ আগস্ট) যোগদানের সময় জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
যশোর জেলা পুলিশ সূত্রে জানা গেছে,নবাগত পুলিশ সুপারকে প্রথমেই গার্ড অব অনার দেয়া হয়।এরপর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে জেলা পুলিশের কনফারেন্স রুমে কর্মকর্তাদের সাথে তিনি পরিচিত হন। যোগদানের আনুষ্ঠানিকতা শেষে তিনি পুলিশ লাইন্স পরিদর্শন করেন।পাশাপাশি উর্ধ্বতন কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন ) নুরে আলম সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস ) বেলাল হোসাইনসহ অন্যানরা।