যশোর আজ বুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

কপতাক্ষ নদীর চর থেকে ডুবুরির লাশ উদ্ধার

প্রতিবেদক
Jashore Post
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৭:১৫ অপরাহ্ণ
কপতাক্ষ নদীর চর থেকে ডুবুরির লাশ উদ্ধার
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের
কপতাক্ষ নদীর গাগড়ামারী চর থেকে বুধবার ২৫ সেপ্টেম্বর সকাল ৯ টার দিকে ডুবুরি মিজানুর রহমান সরদার (২৩) এর লাশ উদ্ধার করা হয়েছে।নিহত মিজানুর খুলনার ৫ নম্বর ঘাট এলাকার দুলাল সরদারের ছেলে।

স্থানীয়রা জানান,গত সোমবার ২৩ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে গাবুরা ইউনিয়নের মেগা প্রকল্পের কাজ করতে আসা না‌পিতখালী সংলগ্ন নদী‌তে রাখা বালু পরিবহনের বলগেটের পল্টনের হারা‌নো নোঙ্গর খোঁজার জন্য খুলনা থেকে আসে ডুবুরি মিজানুর সহ তার টিম। অ‌নেক খোঁজার পরও নোঙ্গরটির কোন সন্ধান পাওয়া যায়নি।

কিনারায় ওঠে আসা ডুবুরি জানান, ডুবুরি মিজানুর নদীর তল থেকে পা‌নির উপ‌রে উঠে নৌকার সাইডে ঝুলা‌নো টায়ার ধ‌রে। ওই অবস্থায় মিজানুর তার ব্যবহৃত নল ও দড়ি খু‌লে ঝুলানোর টায়ার ধরে রেস্ট নি‌তে চেষ্টা ক‌রে। মিজানুর নৌকা না উঠে ঝুলন্ত অবস্থায় ইঞ্জিন চা‌লিত নৌকা‌টি কিনারায় নিতে বলে। নৌকা কিনারায় পৌঁছানোর পরে উপরে উঠবে বলে জানান।

ট্রলারটি কিনারায় পৌঁছানোর আগে হঠাৎ ডুবুরি মিজানুর নদী‌র পা‌নি‌তে ডু‌বে যান। গতকাল ( ২৪ সেপ্টেম্বর ) মঙ্গলবার দিনভর নদী‌তে খোজাখু‌ঁজির পরেও সন্ধান মিলেনি। সন্ধ্যা হয়ে যাওয়া আলোর স্বল্পতায় উদ্ধার কাজ বন্ধ করে ফায়ার সার্ভিসে দল।

ঘটনাস্থল থে‌কে একটু দূ‌রে গাগড়ামারী নদীর চরে বুধবার সকালে ডুবুরি মিজানুরের লাশ‌ দেখতে পাই। স্থানীয়রা ডুবুরী মিজানুর রহমানের পরিবারকে খবর দিলে পরিবারের লোকজন সহ স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়।

সাতক্ষীরা ফায়ার সর্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ সাইফুজ্জামান জানান, সাতক্ষীরা এবং খুলনার দুটি দল মিজানুরের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছে। কিন্তু আমাদের চেষ্টা সফল হয়নি। পরে সন্ধ্যা হয়ে যাওয়া আলোর স্বল্পতায় উদ্ধার কাজ বন্ধ করে দেওয়া হয়।

তিনি আরও জানান, বুধবার সকাল বেলা আবারো উদ্ধার কাজে যেতে চাইলে সংবাদ পাই নিখোঁজ মিজানুরের লাশ ভেসে যাওয়া স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ভেসে উঠেছে। খবর পেয়ে সেখানে আমাদের টিমের সদস্যদের পাঠানো হয়।

সর্বশেষ - সারাদেশ