যশোর আজ শুক্রবার , ১১ মার্চ ২০২২ ১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে প্রান হারালো কলেজছাত্র বাপ্পি

প্রতিবেদক
Jashore Post
মার্চ ১১, ২০২২ ৪:২২ অপরাহ্ণ
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে প্রান হারালো কলেজছাত্র বাপ্পি
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ভেসে যাওয়া এক কলেজ ছাত্রকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ।পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মারা যাওয়া শাহেদ হোসেন বাপ্পি ( ১৯) কক্সবাজারের রামু উপজেলার তেচ্ছিপুল গ্রামের শামসু আলমের ছেলে।তিনি রামু কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।এর দেড়ঘন্টা আগে ওই পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ হয় সেই কলেজ ছাত্র।

শুক্রবার ( ১১ মার্চ ) বেলা ১১ টার দিকে কক্সবাজার সৈকতের কলাতলী পয়েন্ট থেকে তার মৃতদেহ উদ্ধার করে লাইফগার্ডের সদস্যরা। ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ জানান, শুক্রবার সকাল ১০টার দিকে তেচ্ছিপুল গ্রামের কয়েকবন্ধু এক সঙ্গে কক্সবাজার এসে সৈকতে গোসলে নামে। গোসল কালে অকস্মাৎ পানিতে ডুবে যা‌য় শাহেদ। তার বন্ধুরা বিষয়টি ট্যুরিস্ট পুলিশের সদস্যদের জানালে তৎক্ষণাত প্রচেষ্টা চালিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

তিনি আরও জানান,তাকে অ্যাম্বুলেন্সে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। তার মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে রয়েছে। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মরদেহ নিয়ে গ্রামে ফিরে যাবার প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ( পর্যটন সেল ) সৈয়দ মুরাদ ইসলাম জানান, শাহেদ হোসেন বাপ্পী ও তার আরেক বন্ধু সাগরে গোসলের সময় স্রোতের টানে ভেসে যায়।একজনকে উদ্ধার হলেও শাহেদ স্রোতে হারিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

সর্বশেষ - লাইফস্টাইল