যশোর আজ রবিবার , ৩ অক্টোবর ২০২১ ১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

উপনির্বাচনে জিতে মুখ্যমন্ত্রীর পদ টিকিয়ে রাখলেন মমতা

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ৩, ২০২১ ৯:১৪ অপরাহ্ণ
উপনির্বাচনে জিতে মুখ্যমন্ত্রীর পদ টিকিয়ে রাখলেন মমতা
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

পশ্চিমবঙ্গের কলকাতার ভবানীপুরে উপনির্বাচনে শেষ পর্যন্ত প্রায় ৫৮ হাজারের বেশী ভোটের ব্যবধানে জিতে-মুখ্যমন্ত্রীর পদ টিকিয়ে রাখলেন মমতা। রোববার স্থানীয় সময় সকাল আটটা থেকে হাইভোল্টেজ নির্বাচন কেন্দ্রে ভোট গণনা শুরু হয়।

ভোট গণনার শুরু থেকেই এগিয়ে ছিলেন মমতা। গণনা যত এগোয়,মমতার ভোটের ব্যবধান তত বাড়ে। মোট ২১ রাউন্ড ভোট গণনা হয়। গণনা শেষে মমতা ৫৮ হাজার ৮৩৫ ভোটের ব্যবধানে জয় পান।

কলকাতা গণমাধ্যম সূত্রে জানা যায়,মমতা সব কেন্দ্র মিলিয়ে, ৮২ হাজারের বেশি ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী প্রিয়াংকা টিবরেওয়াল পেয়েছেন ২৫ হাজারের বেশি ভোট।

পশ্চিমবঙ্গ বিধানসভার এবারের নির্বাচনে মমতা পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। শুভেন্দুর কাছে ১ হাজার ৯৫৬ ভোটে পরাজিত হন মমতা। নন্দীগ্রামে মমতা হেরে গেলেও সংবিধান মেনে তৃণমূল কংগ্রেস তাঁকে মুখ্যমন্ত্রী করে।

সাংবিধানিক বিধি হলো ছয় মাসের মধ্যে মমতাকে রাজ্যের যেকোনো একটি বিধানসভা আসন থেকে জিতে আসতে হবে। মমতাকে ভবানীপুর আসন থেকে জেতানোর লক্ষ্যে সেখানকার নির্বাচিত তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় পদত্যাগ করেন।

এতে ভবানীপুর আসনটি শূন্য হয়। সেই আসনের উপনির্বাচনে লড়েন মমতা। ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন হয়। এই আসনে ২০১১ ও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে মমতা জয়ী হয়েছিলেন।

উপনির্বাচনে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে মূল লড়াই হয় তৃণমূল প্রার্থী মমতার সঙ্গে বিজেপির প্রার্থী প্রিয়াংকার। জয়ের ব্যাপারে তৃণমূল শতভাগ আশাবাদী ছিল। তারা বলে আসছিল যে,উপনির্বাচনে মমতাই জিতবেন ও তিনিই থাকবেন মুখ্যমন্ত্রীর চেয়ারে। অন্যদিকে,বিজেপি বলে আসছিল যে,মমতা যেমনটা ভাবছেন, তেমনটা নাও হতে পারে। উল্টেও যেতে পারে তৃণমূলের হিসাব-নিকাশ।

উল্লেখ্য,ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকতে হলে দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা আসনের উপনির্বাচনে তাঁকে জিততেই হবে। শেষ পর্যন্ত এই উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীর পদ টিকিয়ে রাখলেন মমতা।

সর্বশেষ - লাইফস্টাইল