খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা
অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের পদত্যাগ দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে খাগড়াছড়ি জেলা ছাত্রদল।
সোমবার ( ১২ আগস্ট ) রাত সাড়ে ৮টায় জেলা শহরের কলাবাগান এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল কারীরা প্রধান সড়ক হয়ে শহরের শাপলাচত্বর এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি সাহেদ হোসেন সুমন এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন রানা।
সমাবেশ থেকে বক্তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের পদত্যাগ দাবী করেন। ছাত্রজনতা হত্যার দায়ে মূল পরিকল্পনাকারী দেশ থেকে পালিয়ে যাওয়া সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবী জানান।