যশোর আজ শুক্রবার , ১৩ অক্টোবর ২০২৩ ১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

ইসরায়েলি ট্যাঙ্ক জড়ো হচ্ছে গাজা সীমান্তে

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ১৩, ২০২৩ ৭:১৫ অপরাহ্ণ
ইসরায়েলি ট্যাঙ্ক জড়ো হচ্ছে গাজা সীমান্তে
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্থল হামলার প্রস্তুতি হিসাবে গাজা সীমান্তের কাছে জড়ো হতে শুরু করেছে ইসরায়েলি ট্যাঙ্ক। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাসিন্দাদের গাজা থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনারা। শুক্রবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

এনডিটিভির সংবাদদাতা জানিয়েছেন, শুক্রবার সকালে বেশ কিছু ট্যাঙ্ক ও সাঁজোয়া যান সীমান্তের কাছে অবস্থান নিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে নেমার ইনফ্রান্টি ফাইটিং ভেহিকেলস,যা বিশ্বের সবচেয়ে ভারী সাঁজোয়া পদাতিক যুদ্ধযান। এর পাশাপাশি রয়েছে মারকাভা ফোর ট্যাঙ্ক।এই ট্যাঙ্কগুলো অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল ধ্বংস করতে পারে।

ইসরায়েল হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস করার ঘোষণা দিয়েছে,যাতে তারা ভবিষ্যতে ইসরায়েলের জন্য আর হুমকি না হয়। তবে ঘনবসতিপূর্ণ গাজা উপত্যকার সরু রাস্তা দিয়ে বিস্তৃত ট্যাঙ্ক এবং সাঁজোয়া যানের যাতায়াত চ্যালেঞ্জিং হবে।বোমা বিস্ফোরিত ভবনের ধ্বংসাবশেষ তাদের জন্য গাজা শহরের মধ্য দিয়ে চলাচল করা কঠিন করে তুলবে।

সর্বশেষ - লাইফস্টাইল