যশোর আজ সোমবার , ১৯ আগস্ট ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

ইয়ুথ গ্রুপের অভিজ্ঞতা বিনিময় বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Jashore Post
আগস্ট ১৯, ২০২৪ ৪:৫১ অপরাহ্ণ
ইয়ুথ গ্রুপের অভিজ্ঞতা বিনিময় বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :: খাগড়াছড়িতে তৃণমূল উন্নয়ন সংস্থা’র উদ্যোগে আস্থা প্রকল্পের সহযোগিতায় সম্প্রীতি ও সহনশীলতা প্রচারের জন্য সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে নাগরিক প্লাটফর্মের যুবদের সংগ্রহীত তথ্য বিনিময় ও ইয়ুথ গ্রুপের অভিজ্ঞতা বিনিময় বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার( ১৯আগস্ট ) দুপুরে খাগড়াছড়ি সদরের মিলনপুরস্থ আশীষ হলরুমে এ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা শিক্ষা অফিসার ( অবসরপ্রাপ্ত ) ও আস্থা প্রকল্পের চেয়ারপার্সন সাধন কুমার চাকমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি )রুমানা আক্তার।

অভিজ্ঞতা বিনিময়কালে বক্তারা বলেন,তৃণমূল উন্নয়ন সংস্থা সম্প্রীতি ও সহনশীলতা প্রচারের জন্য সমন্বিত পদক্ষেপ নিশ্চিতে যায় নাগরিক প্লাটফর্মের সাথে যুবদের সংগৃহীত তথ্য বিনিময় করে উপজেলা পর্যায়ে ইয়ুথ টেকসই উন্নয়ন অবদান রাখবে।

বিশ্বব্যাপী গতিময় যুব সমাজের জ্ঞান উদ্ভাবন এবং উদ্দীপনার যথোপযোগী ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও যুবকরা তার নিজ নিজ প্রতিভা ও চিন্তা চেতনা প্রকাশ করতে পারে।এতে করে যুকরা একে অপরের মাঝে নিজেদের অভিজ্ঞতা বিনিময়করতে পারবে।

মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের পূর্বশর্ত।ডিজিটাল মাধ্যম ব্যবহার করার মাধ্যমে একদিকে যেমন মতপ্রকাশের স্বাধীনতা ভোগ করা যায়, তেমনি এর অপব্যবহার হলে তা অন্য মানুষের মর্যাদা, শান্তি, অধিকার লঙ্ঘন করতে পারে।ঠিক এই জায়গাটাতেই আমাদের কাজ করতে হবে প্রযুক্তিভিত্তিক এই প্রজন্মকে নিয়ে।এমন কোনধরণের বিদ্বেষপূর্ণ বা ঘৃণাসূচক বক্তব্য প্রচার করা বা ছড়ানো যাবে না,যা জনশৃঙ্খলা বা শান্তি নষ্ট করতে পারে,সম্প্রদায়ের মধ্যে বৈষম্য সৃষ্টি করতে পারে।

এ সময় তৃনমূল উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক রিপন চাকমা,খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( অবসরপ্রাপ্ত) ত্রিনা চাকমা,তৃণমূল উন্নয়ন সংস্থা’র তথ্য প্রাপ্তির অধিকারের নারীর অগ্রগতি প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মিনুচিং মারমা,তৃণমূল উন্নয়ন সংস্থা’র আস্থা প্রকল্পের মনিটরিং ও রিটোর্টিং অফিসার মিহির কান্তি ত্রিপুরা, তৃণমূল উন্নয়ন সংস্থা’র প্রোগ্রাম ম্যানেজা সুইচিং অং মারমাসহ বিভিন্ন উপজেলার ইয়ুথ গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সারাদেশ