যশোর আজ বুধবার , ৯ মার্চ ২০২২ ১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

ইউক্রেনের নিউক্লিয়ার প্ল্যান্ট রুশ ন্যাশনাল গার্ডের নিয়ন্ত্রণে

প্রতিবেদক
Jashore Post
মার্চ ৯, ২০২২ ১১:৩২ পূর্বাহ্ণ
ইউক্রেনের নিউক্লিয়ার প্ল্যান্ট রুশ ন্যাশনাল গার্ডের নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

ইউক্রেনের জাপোরিজজিয়ায় অবস্থিত নিউক্লিয়ার প্ল্যান্ট এখন রুশ ন্যাশনাল গার্ডের নিয়ন্ত্রণে বলে দাবি করেছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, নিউক্লিয়ার প্ল্যান্টের কর্মীরা সাধারণ সময়ের মতো কাজ করছে। যেসব ইউক্রেনীয় গার্ড এই প্ল্যান্ট নিয়ন্ত্রণে কাজ করছিলো তারা সবাই অস্ত্র জমা দিয়েছে। তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে, ইউক্রেনের জ্বালানীমন্ত্রী হারম্যান হালুচেঙ্কো দাবি করেন, নিউক্লিয়ার প্ল্যান্টের কর্মীদের নির্যাতন ও বন্দি করেছে রেখেছে রুশ বাহিনী। প্ল্যান্টের কর্মীদের দিয়ে একটি মিথ্যা বিবৃতি প্রকাশের চেষ্টাও করছে তারা।

বিবিসি আরো জানায়, নিউক্লিয়ার প্ল্যান্ট নিয়ে মস্কো ও কিয়েভের কোনো দাবিই এখন পর্যন্ত স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

সর্বশেষ - লাইফস্টাইল