যশোর আজ শনিবার , ১৩ আগস্ট ২০২২ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

আল-আমিনএগ্রো সীড ফার্ম শার্শায় সরবারহ করছে ‘বঙ্গবন্ধু ব্রি-১০০’ধান

প্রতিবেদক
Jashore Post
আগস্ট ১৩, ২০২২ ৯:০০ অপরাহ্ণ
আল-আমিনএগ্রো সীড ফার্ম শার্শায় সরবারহ করছে বঙ্গবন্ধু ব্রি-১০০ধান
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

বেনাপোল প্রতিনিধি :: বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষীকীতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের নতুন আবিষ্কার দেশের সাড়া জাগানো ‘বঙ্গবন্ধু ব্রি-১০০’ ধান এখন সরবরাহ ও সংরক্ষণ করছে শার্শার একমাত্র বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান “আল-আমিন এগ্রো সীড ফার্ম”।

শার্শা উপজেলার গোগা ইউনিয়নাধীন ৬নং ওয়াডের আমলাই বাজারে অবস্থিত ” আল-আমিন এগ্রো সীড ফার্ম ” এর স্বত্তাধীকারী এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ দেলোয়ার হোসেন জানিয়েছেন, “ধান চাষে ভাল ফলন পেতে হলে “বঙ্গবন্ধু ব্রি-১০০” এর বিকল্প নেই।

এ ধান চাষে জমিতে বিঘা প্রতি প্রায় ৩০ মণ ধান পাওয়া যায়। এতে রোগ-বালাই ও পোকা-মাকড় আক্রমণের পরিমাণ কম হওয়ায় অনেক কৃষকই ঝুঁকছেন এই ধান চাষে।

গত ইরি-বোরো মৌসুমে নিজস্ব ১ একর ( প্রায় ৩ বিঘা ) কৃষি জমিতে “বঙ্গবন্ধু ব্রি-১০০” ধানের চারা রোপণ করে বিঘা প্রতি প্রায় ৩০ মণ ধান পেয়েছেন বলে আরো জানান তিনি।

তিনি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন “বঙ্গবন্ধু ব্রি-১০০” ধান চাষে আমাকে সর্বপ্রথম উদ্বুদ্ধ করেন শার্শা উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সেখানকার কৃষি অফিসার প্রতাপ কুমার মন্ডলের সার্বিক তত্বাবধানে ও সহযোগীতায় আমার “আল-আমিন এগ্রো সীড ফার্ম” উৎসাহের সাথে “বঙ্গবন্ধু ব্রি-১০০” ধান চাষে সফলতা পাই।

সরেজমিনে গিয়ে জানা যায়, এলাকার অন্য চাষিদেরকে এই ধান চাষে উদ্বুদ্ধ করতে তার বীজ উৎপাদন খামারে প্রায় ৫০ মণ বীজ ধান সংরক্ষণ করেছেন।আগামী ইরি-বোরো মৌসুমে এলাকার চাষীরা এই ধান চাষ করতে পারবেন।

শার্শা উপজেলার কৃষি অফিসার প্রতাপ মন্ডল জানান, “বঙ্গবন্ধু ব্রি-১০০” জাতটি ২০০৬ সালে সংক্রায়ণ করা হয় ।পরে ধান গবেষণা ইনস্টিটিউটের গবেষণা মাঠে ৫ বৎসর ফলন পরীক্ষা করা হয়। ২০২০ সালে বীজ প্রত্যয়ন এজেন্সি কতৃক ফলন পরীক্ষায় ( পিভিটি ) সন্তোষ জনক হওয়ায় জাতীয় বীজ বোর্ড কর্তৃক ছাড়করণ করা হয়।

সর্বশেষ - সারাদেশ