মাহমুদুর রহমান তুরান ( ফরিদপুর ) জেলা প্রতিনিধি:: ফরিদপুরের ভাঙ্গায় পারফরম্যান্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম ( এসইডিপি )-এর আওতায় একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৩০ জুলাই ) সকাল ১১টায় ভাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি )মেশকাতুল জান্নাত রাবেয়া,সরকারি কাজী মাহবুবউল্লাহ (কে.এম.)কলেজের অধ্যক্ষ মো. নিজাম খান।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ভাঙ্গা উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।