আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার করা এবং বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তে উল্লাস প্রকাশ করেছেন আন্দোলনকারীরা।
শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান,আওয়ামী লীগ ও এর নেতাদের বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতা-কর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে।
আইন উপদেষ্টা আরও জানান, সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। এর পাশাপাশি উপদেষ্টা পরিষদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্তও নিয়েছে।
আইন উপদেষ্টার এই ঘোষণার পর রাজধানীর হোটেল ইন্টারকনটিনেন্টালের সামনে রাজসিক মোড়ে অবস্থানরত আন্দোলনকারীরা উচ্ছ্বাস প্রকাশ করে নানা স্লোগান দেন।
এর আগে শাহবাগে শনিবার দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচি থেকে অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা দেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। শনিবার বিকেলে শাহবাগে গণজমায়েত কর্মসূচিতে ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন ঘোষণা না করা হলে ঢাকাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দেয় হেফাজতে ইসলাম বাংলাদেশ।
আর আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে দ্রুত ফয়সালা না এলে সরকারের পেছন থেকে সমর্থন প্রত্যাহার করার হুমকি দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ
শাহবাগে বিক্ষোভ চলার মধ্যেই বিকেলে জানানো হয়, রাত আটটায় সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক বসবে। এর পরপরই শাহবাগের গণজমায়েত হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে এগোতে থাকে।