খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও উপজেলা সদর ও পৌরসভা এলাকায় কোন প্রকার আইডি কার্ড ও স্মার্ট কার্ড ছাড়া প্রতিদিন পাঁচটি ট্রাকের মাধ্যমে পাঁচটি পয়েন্টে স্থানীয় মানুষের মাঝে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার( ০৫মার্চ ) সকালে জেলা শহরস্থ পৌর টাউন হল প্রাঙ্গণে এ টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
খাগড়াছড়ি উপজেলা সদর ও পৌরসভা এলাকায় কোন প্রকার আইডি কার্ড ও স্মার্ট কার্ড ছাড়া শুক্রবার ও সাপ্তাহি ছুটি ব্যাতীত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পাঁচটি পয়েন্টে জনসাধারনের মানুষের মাঝে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম চলবে। এ পণ্য বিক্রয় কার্যক্রম চলবে ৫মার্চ থেকে আগামী ২২মার্চ পর্যন্ত। তিনদিন পরপরেই একই পয়েন্টে বিক্রয় কার্যক্রম চলবে।
জানা যায়,স্থানীয় জনসাধারণ প্রত্যেকে চিনি প্রতি কেজি ৭০ টাকা,মশুর ডাল ২কেজি ৬০ টাকা,ছোলা প্রতি কেজি ৬০ টাকা ও ২লিটার তেল প্রতি লিটার ১০০টাকা দরে ক্রয় করতে পারবে।
এতে মোট ৪টি পণ্যের ক্রয়মূল্য মোট প্যাকেজের ৪৫০টাকা দরে নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে নিম্ন আয়ের মানুষেরা চাল প্রতি কেজি ৩০টাকা দরে জনপ্রতি সর্বোচ্চ ৫কেজি,আটা প্রতি কেজি ২৪টাকা দরে জনপ্রতি সর্বোচ্চ ৫কেজি করে প্রতিদিন শুক্রবার ও সাপ্তাহিক ছুটি ব্যাতীত আটা ক্রয় করতে পারবে।
টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনকালে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগে উপ-পরিচালক ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ,সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।