যশোর আজ সোমবার , ৩ অক্টোবর ২০২২ ১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

অস্ত্র ব্যবসায়ীরা সক্রিয়!শার্শায় অস্ত্র উদ্ধারসহ ব্যবসায়ী আটক

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ৩, ২০২২ ১১:০৮ পূর্বাহ্ণ
অস্ত্র ব্যবসায়ীরা সক্রিয়!শার্শায় অস্ত্র উদ্ধারসহ ব্যবসায়ী আটক
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

বেনাপোল প্রতিনিধি :: যশোরের শার্শা সীমান্তে আবারো সক্রিয় হয়েছে অস্ত্র ব্যবসায়ীরা।সীমান্তের অগ্রভূলোট,সাদীপুর,ধান্যখোলা,গাতীপাড়াসহ বিভিন্ন সীমান্তঘাট দিয়ে ভারত হতে অস্ত্র এনে তা দেশের বিভিন্ন জেলায় সরবারহ করতে মরিয়া হয়ে ওঠেছে অস্ত্র ব্যবসায়ীরা।

বিজিবির কঠোরতায় অস্ত্রের চালান উদ্ধারসহ ব্যবসায়ী আটক হলেও সীমান্তের চিহ্নিত অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক অভিযান পরিচালিত না হওয়ায় মাথা চাড়া দিয়ে ওঠছে এই অস্ত্র ব্যবসায়ী সিন্ডিকেট।

গত শুক্রবার ( ৩০ সেপ্টেম্বর ) গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারসহ সম্রাট হোসেন ( ২৭ ) নামের অস্ত্র ব্যবসায়ী আটক করেছে বিজিবির ২১ ব্যাটালিয়ন সদস্যরা।সম্রাট বেনাপোল পোর্টথানাধীন দৌলৎপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।একই দিন বিজিবির অভিযানে মোট ৭টি পিস্তল ৩টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার হয়।

বিজিবি সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিওপির একটি টহল দল দৌলৎপুর উত্তরপাড়া গ্রামে অবস্থান কালে আটককৃতের হাতে থাকা নাইলনের ব্যাগ ফেলে দিয়ে দৌড়ে পালানোর সময় বিজিবি সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়।

পরে ব্যাগ তল্লাশীকালে ইউ এস এর তৈরী ২টি নাইন এম এম পিস্তল,২টি ওয়ান শুটারগান পিস্তল,২টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার হয়। বিজিবি সদস্যদের চালানো অপর এক অভিযানে খুলনা ব্যাটালিয়নের অধিনস্ত অগ্রভূলোট বিওপির সদস্যরা অগ্রভ’লোট গ্রামের মাঠ হতে পরিত্যাক্ত অবস্থায় ১টি নাইন এম এম পিস্তল,২টি ওয়ান শুটারগান,১টি ম্যাগজিন ও ৬ রাইন্ড গুলি উদ্ধার করেছে।

স্থানীয়রা জানান,ভারত হতে অস্ত্র এনে সীমান্ত এলাকায় মজুদ রেখে চড়া মূল্যে বিক্রি করতে জোরদার তৎপরতা শুরু করেছে একটি শক্তিশালী চক্র। এর ফলে এলাকায় বহিরাগতদের আনাগোনা বেড়েছে। অস্ত্র উদ্ধার ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরী হয়েছে।

সর্বশেষ - লাইফস্টাইল