সর্বশেষ খবরঃ

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন খাগড়াছড়ির সুপ্রদীপ চাকমা

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন খাগড়াছড়ির সুপ্রদীপ চাকমা
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন খাগড়াছড়ির সুপ্রদীপ চাকমা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: দেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলী সদস্য হিসেবে খাগড়াছড়ির সন্তান সুপ্রদীপ চাকমার নাম ঘোষিত হয়েছে। নোবেল বিজয়ী ডঃ মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে তিনিও রয়েছেন। বৃহস্পতিবার ( ৮আগস্ট ) রাতে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে না পারলেও নাম ঘোষণা করা হয়।

এ ব্যাপারে সাক্ষাতকারে সুপ্রদীপ চাকমা গণমাধ্যমকে বলেন,আমি তো জানিইনা । আমি জানলে তো আমি ওখানেই থাকতাম ।ওখানে থাকতে পারলে আমি খুব খুশী হতাম । ৫ তারিখ এই বিপ্লব ঘটলো কারা ঘটিয়েছিল। যৌবন এ বিপ্লব ঘটিয়েছিল।এটার প্রয়োজন ছিলো । আবু সাইদের হত্যাকাণ্ডের ভিডিও আমি বহুবার দেখেছি। এভাবে যে মানুষ মারা যায় তা অকল্পনীয় ।

সুপ্রদীপ চাকমা’র পরিচিতি

সুপ্রদীপ চাকমা খাগড়াছড়ির কমলছড়ি গ্রামের প্রয়াত বরুন কুমার চাকমা ও প্রয়াত পদ্মা চাকমা’র ছেলে। তাদের দুই সন্তান রয়েছে। তাঁরা বর্তমানে কানাডায় থাকেন। সুপ্রদীপ চাকমার চাকরির জীবনে ১৯৮৫ সালে বিসিএস ৭ম পররাষ্ট্র ক্যাডারে নিয়োগ লাভ করেন। ১৯৮৮ সালের ১৫ই ফেব্রুয়ারী সহকারী সচিব হিসেবে পররাষ্ট্র মন্ত্রনালয়ে যোগদান করেন।

পরবর্তীতে ফরেন এফেয়ার্স ট্রেনিং ইনস্টিটিউট-এ প্রশিক্ষণ এবং সাভার বিপিএটিসিতে ফাউন্ডেশন ট্রেনিং-এ অংশগ্রহণ করেন। পরে ১৯৯০-১৯৯২সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে ফ্রান্স ভাষা এবং ইউরোপিয়ান কূটনৈতিক বিষয়ে প্রশিক্ষণ লাভ করেন। প্রশিক্ষণের পর ১৯৯২ সালে দেশে ফিরে আসেন এবং সহকারী রাজধানী সচিব হিসেবে পররাষ্ট্র মন্ত্রনালয়ে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৯৩ সালে মরক্কোর রাবাতে বাংলাদেশের ২য় সচিব হিসেবে যোগদান করেন এবং ১৯৯৬ সালে ১ম সচিব হিসেবে পদোন্নতি লাভ করেন।

১৯৯৬ সালে শ্রীলঙ্কা রাজধানী কলম্বোতে বাংলাদেশের দূতাবাসে কাউন্সিলর হিসেবে যোগদান করেন। ১৯৯৯ সালে বাংলাদেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রনালয়ে পরিচালক (রাজনৈতিক এবং রাষ্ট্রাচার) হিসেবে যোগদান করেন। ২০০১ সালে হাওয়াই-এ এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ এর উপর ৩ মাসের প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

পরবর্তীতে ২০০১ সালে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বাংলাদেশের দূতাবাসে কাউন্সিলর হিসেবে যোগদান করেন।২০০৪ সালে তুরস্কের রাজধানী আঙ্কারায় বাংলাদেশের দূতাবাসে মিনিস্টার হিসেবে যোগদান করেন। ২০০৭ সালে বাংলাদেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রনালয়ের মহাপরিচালক হিসেবে যোগদান করেন।

২০০৯ সালে ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে যোগদান করেন। ২০১৪ সাল পর্যন্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র লাওসেরও দায়িত্ব পালন করেন।

২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত এর দায়িত্ব পালনের পাশাপাশি কোস্টারিকা, ইকুয়েডর,হুন্ডুরাস, গুয়েতেমালা,পানামা এবং পেরুর দায়িত্ব পালন করেন।

২০১৮ সালে সেপ্টেম্বর মাসে বাংলাদেশ সরকারের সচিব পদমর্যাদা লাভ করেন। তিনি চাকমা সম্প্রদায়ের মধ্যে সচিব পদমর্যাদা পাওয়া প্রথম কর্মকর্তা। তিনি ২০২০ সালে স্বাভাবিক অবসর যাওয়ার পূর্বে বাংলাদেশ সরকার আরো ১বছরের জন্য ২০২১ সাল পর্যন্ত মেয়াদ বর্ধিত করেন।

সর্বশেষ চলতি বছর ২০২৩ সালে জুলাইয়ের শেষের দিকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ লাভ করেন।

আরো খবর

বিশ্ব অলি শাহানশাহ হকভান্ডারীর ৩৭তম ওরশ শরীফ উপলক্ষে মোটর র‍্যালী
বিশ্ব অলি শাহানশাহ হকভান্ডারীর ৩৭তম ওরশ শরীফ উপলক্ষে মোটর র‍্যালী
জেলে ও মৎস্য ব্যবসায়ীদের জনসচেতনতায় “ মা ইলিশ” সংরক্ষণ বিষয়ক অভিযান 
জেলে ও মৎস্য ব্যবসায়ীদের জনসচেতনতায় “ মা ইলিশ” সংরক্ষণ বিষয়ক অভিযান 
পলাশবাড়ীতে মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
পলাশবাড়ীতে মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
জামালপুরে “প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ”শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চলছে
জামালপুরে “প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ”শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চলছে
লোহালিয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
লোহালিয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
গোবিন্দগঞ্জে প্রায়১৪ হাজার মূল দলিল বিনষ্টের ঘোষণা
গোবিন্দগঞ্জে প্রায় ১৪ হাজার মূল দলিল বিনষ্টের ঘোষণা
নড়াইলের পুকুর থেকে ভাই ও বোনের মরদেহ উদ্ধার
নড়াইলের পুকুর থেকে ভাই ও বোনের মরদেহ উদ্ধার
দুমকিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
দুমকিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন