কামরুজ্জামান শাহীন ( ভোলা ) জেলা প্রতিনিধি :: অন্তর্বতী সরকারের সফলতা দেখতে চায় বিএনপি,অন্তর্বতী সরকারকে নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন।
গতকাল রোববার ( ১৬ ফেব্রুয়ারি ) রাতে ভোলা জেলা আইনজীবী সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ভোলা জলা আইনজীবী সমিতির কার্যালয়ের উত্তর ভবনে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেন,দেশ ও জাতীয় মঙ্গল এবং যারা আত্মাহুতি দিয়েছেন তাদের মাগফিরাত কামনায় দ্রæত সংস্কার করে নির্বাচন চায় বিএনপি। এতে দেশের মঙ্গল হবে। কারণ, ফ্যাসিস্ট সরকারের আগমন হোক কেউ তা দেখতে চায় না।
তিনি বলেন,দীর্ঘ ১৭ বছর এই দেশের মানুষ বিএনপিসহ সকল রাজনৈতিক দল আন্দোলন করেছে সংসদ নির্বাচন এবং ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য। আইন প্রণয়ন করে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দ্রুত নির্বাচন দিতে হবে।
তিনি আরও বলেন, ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের জন্য অন্তর্বতী সরকারকে অনুরোধ করা হয়েছে
ভোলা জেলা আইনজীবী সমিতির সভাপতি ফরিদুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন,সিনিয়র জেলা ও দায়রা জজ এ এইচ এম মাহমুদুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এহসানুল হক, বার কাউন্সিলের ল রিফর্ম কমিটির চেয়ারম্যান কাজী এনায়েত হোসেন বাচ্চু,চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিজানুর রহমান ভুঁইয়া ও ভোলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাছেদ।