যশোর আজ সোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ ‘শাটডাউন’ ঘোষণা

প্রতিবেদক
Jashore Post
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৯:২৫ পূর্বাহ্ণ
অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ ‘শাটডাউন’ ঘোষণা
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

সোমবার( ৩ ফেব্রুয়ারি ) সকাল ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজটি ‘শাটডাউন’ ঘোষণা করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।একইসঙ্গে এদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ‘ব্যারিকেড’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

রবিবার (২ ফেব্রুয়ারি )রাত ১১টায় কলেজের মূল ফটকের সামনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

শিক্ষার্থীরা বলেন,দাবি আদায় না হওয়া পর্যন্ত কলেজ শাটডাউন থাকবে। আগে আমাদের আন্দোলন শিথিল করা হলেও এবার তা করা হবে না। যতদিন দাবি না মানা হবে ততদিন প্রশাসনিক কার্যক্রম, কলেজে প্রবেশসহ সব বন্ধ থাকবে।

এসময় অনশনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে ৩ দফা দাবি তুলে ধরেন তারা। দাবিগুলো হলো,তিতুমীর কলেজকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় করতে হবে,শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং আইন উপদেষ্টাকে ক্ষমা চাইতে হবে।

এর আগে প্রায় ২ ঘণ্টার অবরোধ শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়েন বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আন্দোলনরত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। রাত ৮টার পর তারা অবরোধ তুলে নিয়ে মিছিল করতে করতে ক্যাম্পাসে ফিরে যান।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে ‘তিতুমীর কলেজকে বিশেষ কোনও সুবিধা দেওয়ার সুযোগ নেই’ উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডঃ ওয়াহিদউদ্দিন মাহমুদের এমন মন্তব্যে ঘিরে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ নামে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা।

সর্বশেষ - সারাদেশ