সর্বশেষ খবরঃ

হোসেনাবাদে ভাবাশ্রম গড়ছেন বাউল শফি মণ্ডল

ভাবাশ্রম গড়ছেন বাউল শফি মণ্ডল
ভাবাশ্রম গড়ছেন বাউল শফি মণ্ডল

মসজিদ মন্দিরে যেতে বলো না আমায়… এমন কথার মৌলিক গান গেয়ে অসাম্প্রদায়িক মানুষ হিসেবে নিজেকে ভিন্নমাত্রায় নিয়েছেন জনপ্রিয় বাউল শফি মণ্ডল। পাশাপাশি সুফিবাদ প্রচারে লালন ফকিরের গান গেয়ে জনপ্রিয়তা পাওয়া এই শিল্পী এবার নিজ গ্রামে সাধকদের ভাব-সাধনার জন্য ‘সুধা সিন্ধু ভাবাশ্রম’ নামের একটি ঠিকানা গড়ে তুলছেন। শহুরে কোলাহল ফেলে যেখানে ফিরতে চান তিনি নিজেও।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নিজ গ্রাম হোসেনাবাদে গড়ছেন এই ভাবাশ্রম। জীবনের শেষ সময়গুলো সেখানেই কাটাতে চান তিনি।

আশ্রম তৈরির বিষয়ে জানতে চাইলে শফি মণ্ডল জানান, ভাবাশ্রম নির্মাণের কাজ শুরু হয়েছে। শেষ হতে বছর খানেক সময় লাগবে।

সুধা সিন্ধু ভাবাশ্রমের উদ্দেশ্য কী জানতে চাইলে শফি মণ্ডল বলেন, ‘ভক্তরা আমার কাছে ছুটে আসতে চায়। তাদের ভালোবাসা আমার পাথেয়। মানুষের ভক্তির মধ্যেই সব শান্তি।

ভক্তদের ভাব সাধনার জন্য আশ্রমটি তৈরি করছি। বাড়ির চারদিক ঘিরেই ভক্তরা সময় কাটাতে পারবেন, ভাব-সাধনা করতে পারবেন। প্রতি বছর ১১ নভেম্বর সুফি সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রতি বছর সেখানে সাধুদের মেলাও অনুষ্ঠিত হবে। আশ্রমে ভক্তরা গিয়ে যাতে ভালোভাবে সময় কাটাতে পারেন সে লক্ষ্যে এই ভাবাশ্রম তৈরি করছি।’

শেষ জীবনের ইচ্ছে প্রসঙ্গে জানতে তিনি বলেন, জীবনে শেষ সময় বলতে আমি মনে করি এখনই। কখন আমার সময় ফুরায়ে যাবে জানি না। পাখিরা উড়ে বেড়ায় দিনভর। দিনশেষে সন্ধ্যায় সব পাখিই ঘরে ফিরতে চায়। আমিও আমার গ্রামে ফিরে যাবো।

গ্রামের মানুষের কাছে আমার অনেক ঋণ। তাদের ভালোবাসার ঋণ শোধ করা সম্ভব হবে না। তবে তাদের কাছে ফিরে গিয়ে কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। আমি তাই গ্রামে ফিরতে চাই। জানি না কী হবে আগামীকাল। সেজন্যই আশ্রমটি গড়ে তুলছি। শেষ সময়টা যেন সেখানেই কাটাতে পারি।

শফি মণ্ডলের পারিবারিক সূত্র জানায়, ১৯৫২ সালের ১৩ ডিসেম্বর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামে জন্ম নেন তিনি। জন্ম নেওয়া ফিলিপনগর গ্রামের বাড়িটি পদ্মার ভাঙনে তলিয়ে গেলে পাশের হোসেনাবাদ গ্রামে স্থানান্তর হন সপরিবারে।

শফি মণ্ডলের ভক্তরা জানান, তিনি হিন্দু বা মুসলিম ধর্মে না, মানব ধর্মে বিশ্বাসী একজন মানুষ। অসাম্প্রদায়িক চেতনার এই মানুষটির গানে হাতেখড়ি হয়েছিল ছোটবেলায় মামাতো ভাই সাবদার হোসেনের কাছে।

এরপর ১৯৭৯ সালে উচ্চাঙ্গসংগীতের তালিম নেন ভারতের শ্রী সাধন মুখার্জির কাছে। গুরু সাধন মুখার্জির পরামর্শে বেছে নেন সুফিবাদ সংগীতের পথ। ‘ষষ্ঠ কান্ত কবি উৎসব-২০২২’ পুরস্কারও পেয়েছেন শফি মণ্ডল।

আরো খবর

জাতীয় ছাত্রশক্তির হাতিয়া উপজেলা কমিটি ঘোষণা
জাতীয় ছাত্রশক্তির হাতিয়া উপজেলা কমিটি ঘোষণা
ট্যাগিংকৌশল রপ্তে মেধা শূন্য হচ্ছে রাজনীতি
ট্যাগিংকৌশল রপ্তে মেধা শূন্য হচ্ছে রাজনীতি
ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
নন্দীগ্রামে ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
নন্দীগ্রামে ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
হরণী ইউনিয়ন পরিষদ সচিবের অপসারণ দাবিতে হাতিয়ায় মানববন্ধন
হরণী ইউনিয়ন পরিষদ সচিবের অপসারণ দাবিতে হাতিয়ায় মানববন্ধন
ভাঙ্গায় ভাংচুরের মামলায় ২২জন গ্রেফতার
ভাঙ্গায় ভাংচুরের মামলায় ২২জন গ্রেফতার
যশোরে ডিসি বদলিঃ প্রশাসনরাজনীতি ও জনস্বার্থের সূক্ষ্ম সেতুবন্ধন
যশোরে ডিসি বদলিঃ প্রশাসন,রাজনীতি ও জনস্বার্থের সূক্ষ্ম সেতুবন্ধন
ফারিয়ার সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক রেজাউল