হৃদরোগে আক্রান্ত হয়েছেন সংগীতশিল্পী তৌসিফ আহমেদ। শনিবার ( ২৩ এপ্রিল ) সন্ধ্যায় প্রচন্ড শ্বাসকষ্ট হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তার জানান হৃদরোগে আক্রান্ত হয়েছেন এই গায়ক।
এসব তথ্য নিশ্চিত করেছেন তৌসিফ নিজেই।সে অনেক ভালো আছে ও সকলের কাছে দোয়া চেয়ে জানান, হঠাৎ করে বুকে ব্যথা করছিল, মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসছে। পরে ইবনে সিনা হাসপাতালে যাই।
টেস্ট করে ডাক্তাররা বলেন হার্ট অ্যাটাক হয়েছে। তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়াতে জীবন বাঁচছে। হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বলেও আরো জানিয়েছেন এই গায়ক।