হানিফ সাকিব,নোয়াখালী জেলা প্রতিনিধি:: হাতিয়া ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ১৫৭জন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
নোয়াখালী বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া ইসলামিক ফাউন্ডেশন হাতিয়া উপজেলার উদ্যোগে যোগদানকৃত নবনিযুক্ত ই-ফা ফিল্ড সুপারভাইজার ( রাজস্ব ) শেখ মোঃ হানিফ এর সভাপতিত্বে উপজেলা হল রুম পরিষদ মিলনায়তনে সকাল ১১টায় এক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোহাম্মদ সেলিম হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিদায়ী ই-ফা সুপারভাইজার মাওলানা মোঃ আব্দুর রহিম, মডেল কেয়ারটেকার টি এইচ বিল্লাহ, সাংবাদিক মোঃ আমির হামজা, মোঃ নেছার উদ্দিন প্রমূখ।