
হানিফ উদ্দিন সাকিব(নোয়াখালী ) জেলা প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্প্রীতি, বাস্তবতা ও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা শীর্ষক ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নোয়াখালী হাতিয়ায় গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার ( ১০ নভেম্বর ) সন্ধ্যায় উপজেলার প্রকৌশলী ফজলুল আজিম মহিলা কলেজ মাঠে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে বিএনপির সদস্য নবায়ন ফরমপূরণ করে ফজলুল আজিম বিএনপির নতুন সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে হাজার হাজার কর্মী সমর্থক গণ-সমাবেশে যোগ দেয়। এ সময় মিছিলে ফজলুল আজিমকে ধানের শীষে মনোনয়ন পুণর্বিবেচনা জন্য স্লোগান দিতে দেখা যায়।
নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মোঃ আবুল কালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া আসনের তিন বারের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম। বিশেষ অতিথি ছিলেন আজিম গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ফারহান আজিম।
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আমিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজী মাও: আবদুর রহিম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট এডভোকেট মোঃ ইউনুছ, মোসলেহ উদ্দিন নিজাম চৌধুরী, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলো, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইফতেখার হোসেন স্বপন, আলমগীর কবির, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক এডভোকেট নূর হোসেন সুমন প্রমূখ।
সমাবেশে প্রধান অতিথি প্রকৌশলী ফজলুল আজিম বলেন, ‘আমি যা বলি- তা করি’। বিগত ৩৫ বছর আমি আপনাদের সাথে ছিলাম। আমি হাতিয়ার উন্নয়নে অনেক কাজ করেছি তার সবই আপনারা জানেন। তমরদ্দি ইউনিয়নের নদী ভাঙনরোধে ব্লক বাঁধ নির্মাণ,হাতিয়ার মূল সড়ক প্রসশÍকরণ ও ইউনিয়ন পর্যায়ে নতুন নতুন রাস্তা পাকাকরণ সহ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে মূখ্য ভ‚মিকা রেখেছি।
বিগত পনর বছর হাতিয়ায় কোন উন্নয়ন কর্মকান্ড ঘটেনি। আমি যদি আবার আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে পারি তাহলে হাতিয়ায় আরো উন্নয়ন করতে সমর্থ্য হব। নিঝুমদ্বীপে ক্রসবাঁধ নির্মাণ করে হাতিয়ার সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাব। হাতিয়াকে জেলায় উন্নীত করব।
আপনার জানেন,আমি যা বলি তাহাই বাস্তবায়ন করি।আপনারা আমার অবর্তমানে আমার ছেলেকে ভালোবাসবেন এবং সহায়তা করবেন।