যশোর আজ মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

হরিণী আমারাসুরিয়া আবারো শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Jashore Post
নভেম্বর ১৯, ২০২৪ ১০:৩৫ পূর্বাহ্ণ
হরিণী আমারাসুরিয়া আবারো শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর শিক্ষাবিদ হরিণী আমারাসুরিয়াকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নিয়োগ দিয়েছেন মার্কসবাদী মনোভাবাপন্ন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে।

সোমবার( ১৮ নভেম্বর )দিসানায়েকে ২১ সদস্যের একটি মন্ত্রিসভাও বেছে নিয়েছেন।রাজধানী কলম্বোর প্রেসিডেন্সিয়াল সেক্রেটারিয়েটে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার শপথ হয়।

প্রেসিডেন্ট নতুন সংবিধানের নির্বাচনী প্রতিশ্রুতিসহ ব্যাপক সংস্কারের পরিকল্পনা করছেন এবং সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকট থেকে বের হতে চাওয়া একটি দেশে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন।

২ কোটি ২০ লাখ মানুষের দেশ শ্রীলংকা বৈদেশিক মুদ্রার তীব্র ঘাটতির কারণে সংকটে জর্জরিত।এর অর্থনীতি ২০২২ সালে ৭.৩ শতাংশ এবং গত বছর ২.৩শতাংশ কমে এসেছিল। এখন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ( আইএমএফ ) আর্থিক কর্মসূচির মধ্য দিয়ে যাচ্ছে দেশটি।

৫৪ বছর বয়সী হরিণী আমারাসুরিয়া প্রধানমন্ত্রীর পাশাপাশি শিক্ষা, উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ মন্ত্রণালয়েও দায়িত্ব পালন করবেন। এর আগে প্রেসিডেন্ট নির্বাচনে দিসানায়েকে জয়ী হওয়ার পর গত সেপ্টেম্বরে তিনি প্রথম অন্তর্বর্তীকালীন সরকারে দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান।

প্রবীণ আইনপ্রণেতা বিজিতা হেরাথকে পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত করা হয়েছে। আনন্দ বিজয়ায়েকে নতুন জননিরাপত্তা ও সংসদ-বিষয়ক মন্ত্রী এবং বিমল রত্নায়েকে পরিবহন,মহাসড়ক, বন্দর ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

সর্বশেষ - ফিচার