কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি:: ভোলার লালমোহন উপজেলায় ট্রলির ধাক্কায় দীপক চন্দ্র দে (৪৫) নামে এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ( ২ ডিসেম্বর ) ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন উপজেরার আবুগঞ্জ বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত দীপক ভোলা পৌর কাচিয়া কলোনী এলাকার বিশ্বেস্বর চন্দ্র দের ছেলে। তিনি ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের (ডিসি) অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে দীপক মোটরসাইকেলযোগে চরফ্যাশনের এক আত্মীয় বাড়ি যাচ্ছিলেন। পথে লালমোহন উপজেলার আবুগঞ্জ বাজার এলাকায় এলে মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই একটি ট্রলির মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর শুনে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পরিবারে পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এই ঘটনায় পুলিশ একটি অপমৃত্যু মামলা করেছেন।
Discussion about this post