স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে বার্সেলোনা। মঙ্গলবার দিবাগত রাতে তারা ৩-১ গোলে হারিয়েছে দশজনের সেল্টা ভিগোকে। বার্সেলোনার হয়ে জোড়া গোল করেছেন পিয়েরে এমরিক আউবেমেয়াং। অপর গোলটি করেছেন মেম্ফিস দেপাই।
ঘরের মাঠে ম্যাচের ৩০ মিনিটে মেম্ফিসের গোলে লিড নেয় কাতালানরা। বিরতিতে যাওয়ার আগে আউবেমেয়াংয়ের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। বিরতি থেকে ফিরে ৪৮ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন আউবেমেয়াং। তাতে বার্সেলোনা এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।
৫০ মিনিটে সেল্টা ভিগোর ইয়াগো আসপাস গোল করে ব্যবধান কমান। ইঙ্গিত দেন ম্যাচে ফেরার। কিন্তু ৫৮ মিনিটে দশজনের দলে পরিণত হয় সেল্টা। এ সময় তাদের জেইসন মুরিলো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। অবশ্য বাকি সময় দশজন নিয়ে খেললেও আর কোনো গোল হজম করেনি সেল্টা। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জাভির শিষ্যরা।
এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান আরও একটু পোক্ত হলো বার্সার। ৩৬ ম্যাচ থেকে ৭২ পয়েন্ট নিয়ে তারা আছে দ্বিতীয় স্থানে। ৩৫ ম্যাচ থেকে ৬৫ পয়েন্ট নিয়ে সেভিয়া আছে তৃতীয় স্থানে।
Discussion about this post