আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ এক অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ চার জুয়ারীকে আটক করেছে।
জানাগেছে,গাইবান্ধা পুলিশ সুপার মোঃ কামাল হোসেনের সার্বিক দিক নির্দেশনায়, সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান এর তত্ত্বাবধানে সুন্দরগঞ্জ থানা পুলিশ কর্তৃক গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও জুয়া বিরোধী রাত্রি কালিন অভিযান পরিচালনা কালে ঐ ৪ জুয়াড়ী আটক হয়।
থানা সূত্রে জানা যায়,এস আই মোঃ তারেকুল তৌফিক এর নেতৃত্বে ৫ আগষ্ট রাত সাড়ে তিনটার সময় গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাধীন ৩নং তারাপুর ইউনিয়নের তারাপুর গ্রামস্থ জনৈক মোঃ ডাবলু ডাক্তারের বাড়ীর উত্তর পূর্বে ইউক্যালিপটাস গাছের নিচে থাকা মোঃ রফিকুল মুন্সির ফাঁকা আবাদী জমির মধ্যে কতিপয় জুয়ারু টাকার বিনিময়ে তাস দিয়া জুয়া খেলা অবস্থান জুয়ার বোর্ড হইতে জুয়া খেলার সরঞ্জাম, বিভিন্ন নোটের নগদ ৩,৯০০/-(তিন হাজার নয়শত) টাকা,জুয়া খেলায় তাস উদ্ধারসহ আসামী মোঃ শাহিন মিয়া (৩৮),মোঃ আলম শেখ(২৫), মোঃ হাফিজুর রহমান(২৮), মোঃ মমিনুল মিয়া মমিন(৩৪) দের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মামলা ( মামলা নং-০৭, তারিখ-০৬/০৮/২০২৩ খ্রিঃ ধারা-১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪/১১) রুজু করা হয়েছে।