সাতক্ষীরা প্রতিনিধি :: সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে ১৪টি সোনার বারসহ জাহাঙ্গীর হোসেন ( ২৮ ) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি )। জাহাঙ্গীর হোসেন একই উপজেলার কেড়াগাছি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
শনিবার ( ৯ সেপ্টেম্বর ) দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আশরাফুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর কপিলউদ্দীনের নেতৃত্বে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় বিজিবি সদস্যরা সীমান্তের দিকে যাওয়া একটি ব্যাটারিচালিত ভ্যান থামিয়ে জাহাঙ্গীর হোসেনকে আটক করে। পরে তল্লাশি করে ভ্যানের ব্যাটারি বক্সের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৪টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৬৩২ গ্রাম। জব্দ সোনার মূল্য প্রায় ১ কোটি ৪২ লাখ টাকা।
আটক ব্যক্তিকে সাতক্ষীরার কলারোয়া থানায় সোপর্দ এবং সোনার বারগুলো ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
Discussion about this post