সাতক্ষীরা প্রতিনিধি :: সাতক্ষীরার শ্যামনগরে ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে মোঃ আব্দুল আজিজ গাজী ( ৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজিজ গাজী উপজেলার কৈখালী ইউনিয়নের পূর্ব-কৈখালী গ্রামের মৃত বাহার আলী গাজীর ছেলে।
সোমবার ( ৪ সেপ্টেম্বর ) বিকেলে উপজেলার পূর্ব-কৈখালী গ্রামে এ ঘটনা ঘটে।
কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন,আজিজ গাজী দুপুরের পর নিজের ধানখেতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়।বজ্রাঘাতে ঘটনাস্থলেই আব্দুল আজিজ গাজী মারা যান।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Discussion about this post