
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি:: গাজীপুরে দৈনিক বাংলাদেশ সমাচারের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পাহাড়ি জনপদ খাগড়াছড়ি।
সাংবাদিক হত্যা বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার( ৮ আগস্ট )সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার( সকাল ১১টায় ) খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়,যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে রূপ নেয়।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি তরুণ ভট্টাচার্য এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক সমীর মল্লিক।
এতে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সহ-সভাপতি জহরুল আলম, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস, সহ-সভাপতি কানন আচার্য, সহ-সাধারণ সম্পাদক বিপ্লব তালুকদার, অর্থ সম্পাদক নুরুচ্ছাফা মানিক,দীঘিনালা প্রেসক্লাব সভাপতি আল-আমিনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, “একজন সাংবাদিককে এভাবে প্রকাশ্যে হত্যা করা পুরো গণমাধ্যম জগতের জন্য অশনিসংকেত। এটি শুধু একজন সাংবাদিকের মৃত্যু নয়, এটি বাকস্বাধীনতার ওপর নির্মম আঘাত।”
তারা জোর দাবি জানান—দ্রুত আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো সাংবাদিককে জীবনের বিনিময়ে পেশাগত দায়িত্ব পালন করতে না হয়।
সমাবেশে বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করেন— “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায়, সারা দেশের সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।”
পাহাড়ি জনপদের শান্ত পরিবেশে সাংবাদিক সমাজের এমন প্রতিরোধী অবস্থান জানিয়ে দেয়— তারা কারও মুখপাত্র নয়, বরং সত্যের পক্ষে আপসহীন এক যোদ্ধা।