যশোর আজ মঙ্গলবার , ৫ সেপ্টেম্বর ২০২৩ ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

সাংবাদিকতায় বাধা হবে না সাইবার নিরাপত্তা আইনঃআইনমন্ত্রী

প্রতিবেদক
Jashore Post
সেপ্টেম্বর ৫, ২০২৩ ৫:১৬ অপরাহ্ণ
সাংবাদিকতায় বাধা হবে না সাইবার নিরাপত্তা আইনঃআইনমন্ত্রী
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাইবার নিরাপত্তা আইন সাংবাদিকদের বিরুদ্ধে বা সাংবাদিকতা করতে যেন বাধা সৃষ্টি না হয়, সেদিকে খেয়াল রাখবো আমরা। এ ক্ষেত্রে যেন একটি চেক অ্যান্ড ব্যালেন্স থাকে, সেদিকে কঠোরভাবে নজর দেওয়া হবে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘সাইবার নিরাপত্তা আইন বিষয়ে বিএফইউজের উপস্থাপনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ( বিএফইউজে ) এ অনুষ্ঠানের আয়োজন করে।

আনিসুল হক বলেন, অনেকেই সাংবাদিক সেজে অপরাধ করে। কিন্তু প্রকৃত সাংবাদিক ও সাংবাদিক সেজে অপরাধ করাটা এক নয়। এর মধ্যে বড় পার্থক্য আছে। সেই পার্থক্য যেন আমরা সবাই বুঝি, সেই অনুরোধ থাকবে। সাংবাদিক সমাজের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে যেন এ আইনটা ( সাইবার নিরাপত্তা আইন ) ভালোভাবে পরিচালনা করা যায়, সেটাই আমাদের লক্ষ্য।

আইনমন্ত্রী বলেন, আজ এই বিলটা ( সাইবার নিরাপত্তা আইন ) সংসদে উপস্থাপন করা হবে। এরপর এটা সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হবে। সেখানে হয়তো চার থেকে পাঁচ দিনের জন্য থাকবে।

সাংবাদিকদের অংশগ্রহণের বিষয়ে মন্ত্রী বলেন, আমি গতকালও আইসিটি প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। সেখানে আপনাদেরও যাতে আমন্ত্রণ জানানো হয়, সে ব্যাপারে বলেছি। তিনি ( প্রতিমন্ত্রী ) আমাকে মৌখিকভাবে আশ্বস্ত করেছেন সেখানে আপনাদের আমন্ত্রণ জানানো হবে।

মন্ত্রী বলেন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে বাদীর সাজা দেওয়ার বিধান রাখার ব্যাপারে কাজ চলছে। মিথ্যা মামলা করলে বাদীকে যে উল্টো সাজা দেওয়ার ব্যাপারটা, সেটা নিয়েও কাজ করছি আমরা। এটার জন্য যা করা দরকার, তা নিয়ে আজই কথা শেষ করে ফেলবো। এটা আমি আপনাদের ( সাংবাদিক ) আশ্বস্ত করে গেলাম।

নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা শেষ করার বিষয়টিও গুরুত্ব সহকারে দেখবেন জানিয়ে তিনি বলেন,মামলা হলে তা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হওয়া উচিত। সাংবাদিকদের এ দাবির সঙ্গে আমিও একমত। এটার জন্য সাইবার ট্রাইব্যুনাল আছে,সেখানে আমরা নিয়মতান্ত্রিকভাবে ব্যবস্থা নেবো।

এর আগে আলোচনা সভার শুরুতে সাইবার নিরাপত্তা আইন বিষয়ের সাংবাদিক সমাজের পক্ষে বিএফইউজের পর্যবেক্ষণ ও সুপারিশ আইনমন্ত্রীর হাতে তুলে দেন জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএফইউজের সভাপতি ওমর ফারুক। বিএফইউজের মহাসচিব দ্বীপ আজাদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, বর্তমান সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন প্রমুখ।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত
কেশবপুরে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

কেশবপুরে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

যুক্তরাজ্যে ২লাখ টাকায় বিক্রি হলো ১টি লেবু

যুক্তরাজ্যে ২লাখ টাকায় বিক্রি হলো ১টি লেবু

পাকিস্তানে ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগে ব্যাপক বিক্ষোভ

পাকিস্তানে ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগে ব্যাপক বিক্ষোভ

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা 

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা 

বান্দরবানের বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণ আব্যাহত থাকবেঃপার্বত্য মন্ত্রী

বান্দরবানের বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণ আব্যাহত থাকবেঃপার্বত্য মন্ত্রী

জীবন নাশের হুমকিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জীবন নাশের হুমকিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে শার্শায় দুই ব্যাকারীকে জরিমানা

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে শার্শায় দুই ব্যাকারীকে জরিমানা

এক সপ্তাহের মধ্যে সাইবার নিরাপত্তা আইন বাতিল হবেঃ নাহিদ ইসলাম

এক সপ্তাহের মধ্যে সাইবার নিরাপত্তা আইন বাতিল হবেঃ নাহিদ ইসলাম

হার্ট ও লিভার রোগে আক্রান্ত গ্রাম পুলিশ আলামিন বাঁচতে চায়

হার্ট ও লিভার রোগে আক্রান্ত গ্রাম পুলিশ আলামিন বাঁচতে চায়

চৌগাছা সীমান্ত হতে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

চৌগাছা সীমান্ত হতে স্বর্ণের বারসহ পাচারকারী আটক