যশোর আজ রবিবার , ১৩ অক্টোবর ২০২৪ ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

সকল ধর্মের উৎসবে পাশে থাকবে পুলিশঃঢাকা রেঞ্জ ডিআইজি

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ১৩, ২০২৪ ৭:২৮ অপরাহ্ণ
সকল ধর্মের উৎসবে পাশে থাকবে পুলিশঃঢাকা রেঞ্জ ডিআইজি
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

মাহমুদুর রহমান তুরান ( ফরিদপুর ) জেলা প্রতিনিধি :: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন।

শনিবার ( ১২ অক্টোবর ) সন্ধ্যায় জেলার ভাঙ্গা উপজেলার দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করে পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় ঢাকা রেঞ্জ ডিআইজি এ কে এম আওলাদ হোসেন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বর্তমান সরকারের নির্দেশ মোতাবেক বাংলাদেশ পুলিশ সব ধরনের পদক্ষেপ নিয়েছে। এবারের পূজা উদযাপনে যেকোনো সময়ের তুলনায় বর্তমান সরকার সর্বোচ্চ আন্তরিকতা এবং সতর্কতা দেখিয়েছে।

তিনি বলেন, সকল ধর্মের মানুষের উৎসব পালনে ভাতৃত্বের বন্ধনে দৃষ্টান্ত স্থাপন করতে পুলিশ পাশে থাকবে। আমি বিশ্বাস করি, এদেশের জনগণের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ পুলিশ সেই কাজটি করে দেখাতে পারবে। পুলিশ জনগণের বন্ধু। তবে অপরাধী এবং দুষ্কৃতিকারীদের জন্য কঠোর।

এ সময় ঢাকা রেঞ্জ ডিআইজির সঙ্গে ছিলেন,মোঃ সরোয়ার হোসেন,অতিরিক্ত ডিআইজি ঢাকা রেঞ্জ, ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. আব্দুল জলিল,ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মোকছেদুর রহমান,জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা,পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

সর্বশেষ - সারাদেশ