মাহমুদুর রহমান তুরান ( ফরিদপুর )জেলা প্রতিনিধি :: ফরিদপুরের সালথায় স্থানীয় এক সাংবাদিকের মায়ের গলায় অস্ত্র ঠেকিয়ে তার বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা ডাকাতি হয়েছে। সোমবার ( ৩ফেব্রুয়ারি )ভোর রাতে উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে সাংবাদিক সাইফুল ইসলামের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী দৈনিক সমকালের সালথা প্রতিনিধি ও সালথা প্রেসক্লাবের সহসভাপতি সাইফুল ইসলাম এই প্রতিবেদককে জানান,সোমবার ভোর রাতে আমাদের বসত ঘরের দরজা কৌশলে খুলে প্রবেশ করে ৩-৪ জন।
তারা ঘরে প্রবেশ করে প্রথমে আমার মায়ের গলায় রামদা ঠেকিয়ে তাকে জিম্মি করে। তখন আমরা আলাদা ঘরে ঘুমিয়ে ছিলাম।পরে ডাকাতরা ঘরে থাকা শোকেস ভেঙে নগদ ২৫ হাজার টাকা ও স্বর্ণের একটি চেইন নিয়ে চলে যায়।’
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ আতাউর রহমান বলেন,সাংবাদিকের বাড়িতে ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।