যশোর আজ শনিবার , ৭ ডিসেম্বর ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

শ্যামনগরে বিএনপি’র সাংবাদ সম্মেলন

প্রতিবেদক
Jashore Post
ডিসেম্বর ৭, ২০২৪ ৮:৩৬ অপরাহ্ণ
শ্যামনগরে বিএনপি'র সাংবাদ সম্মেলন
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি’র শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৭ই ডিসেম্বর দুপুর ২টায় উপজেলা বিএনপি’র কার্যালয় লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপি’র সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন,সাতক্ষীরা হইতে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকায় ৭ই ডিসেম্বর শ্যামনগর উপজেলা বি.এন.পি নেতা শহীদুজ্জামানের নেতৃত্বে গণচাঁদাবাজি,দখলবাজি ও অগ্নি সংযোগের অভিযোগ শিরোনামে প্রকাশিত সাংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।যেটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, কাল্পনিক, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রনোদিত উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

গত ৫ই আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে উপজেলা বি.এন.পির সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদের নেতৃত্বে উপজেলার ১২টি ইউনিয়নে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য নিরলস পরিশ্রম করে যাওয়ায় ভিন্ন মতলম্বীরা বিএনপির প্রগতিশীল কার্যক্রমে ইর্ষানিত হয়ে/নেতিবাচক শব্দ চয়নের মাধ্যমে উপজেলা বিএনপিকে ধ্বংস করার পায়তারা ও চক্রান্ত করছে।

রমজাননগর ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদের নেতৃত্বে রমজাননগর ইউনিয়নের সকল সম্প্রদায়ের মানুষের জানমাল রক্ষার্থে কাজ করে যাচ্ছে। কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক আনোয়ার ঢালী ও আটুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতির আবুল কালাম মোড়লের নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষার্থে নিরলস কাজ করে যাচ্ছে।

কিন্তু অতীব দুঃখের বিষয় এই যে, দৈনিক সাতনদী পত্রিকায় প্রকাশিত সংবাদটি মিথ্যা,বানোয়াট,ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রনোদিত হওয়ায় আপনাদের লিখুনির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচরের নিমিত্বে অত্র সংবাদ সম্মেলন পেশ করলাম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হামিদ,যুগ্ম সাধারণ এ্যাড আশেক এলাহি মুন্না, যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপু,ছাত্র বিষয়ক সম্পাদক খান আব্দুস সবুর,প্রচার সম্পাদক ইউপি সদস্য আজিবর রহমান,রমজাননগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ শহিদুজ্জামান ( শহিদ ) সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ-

কাশিমাড়ি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আজিজুল হক,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ডিএম মফিজুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ নাজমুল হক,যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আছাদ কল্লোল সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত