এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: সাতক্ষীরা’র শ্যামনগরে উপজেলায় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৮ আগষ্ট )সকাল ১১ টায় প্রেসক্লাবের আয়োজনে অফিসার্স ক্লাব হল রুমে প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব শেখ আফজালুর রহমানের সভাপতিত্বে সাবেক সভাপতি সামিউল আযম মনিরের সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ আব্দুর রহমান।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক এ্যাড মাসুদুল আলম দোহা,ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, পৌরসভা বাংলাদেশ জামায়াতে ইসলামী এর আমীর হারুনা রশিদ ( সাচ্চু ) উপজেলা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা গাজী সালাহউদ্দিন,সভাপতি আলহাজ্ব আবু কাওসার,যুগ্ম সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, কার্যনির্বাহী সদস্য রনজিত কুমার বর্মন-
উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন মিঠু, উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন,সাধারণ সম্পাদক মাহমুদুল ফিরোজ বাবুল,সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মাছুম,উপকূল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক হুদা মালি,সুন্দরবন প্রেসক্লাবের সদস্য আশিকুজ্জামান লিমন, দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিনিধি ইসমাইল আফতাব প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আবু সাঈদ,সদস্য সরদার সিদ্দিকী, সাবেক সভাপতি আলমগীর সিদ্দিকী, সহ-সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক জাহিদ সুমন,সদস্য ডাঃ তপন কুমার বিশ্বাস,আছাদুজ্জামান লিটন, সামিউল ইসলাম মন্টি,বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌরসভা ইউনিট পরিচালক সাবেক ইউপি সদস্য আজগর আলী,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবলুর রহমান পৌরসভা বিএনপির অন্যতম নেতা মোঃ শাহ আলম-
সাংবাদিক এস এম ফিরোজ হোসেন,এস এম কে টুমু,আলমগীর হায়দার,আরিফুজ্জামান আরিফ, অনাথ মন্ডল, উৎপল মন্ডল, রাজিব রায় চৌধুরী, বিশ্বাস,জাকির হোসেন, পলাশ দেবনাথ,সুলতান শাহাজান,আক্তার হোসেন,আব্দুল কাদের, মারুফ বিল্লাহ রুবেল সহ উপজেলার বিভিন্ন সংগঠনের সংবাদকর্মীরা।
বক্তাগণ বলেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্রকরে যে চলমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি খুব দুঃখজনক আমরা এর তীব্র নিন্দা জানাই। পাশাপাশি কোটা সংস্কার আন্দোলনে যে সকল ছাত্র জনতা যারা প্রাণ দিয়েছে তাদের রুহের মাগফের কামনা করাছি।
শ্যামনগরে সাংবাদিকরা যাতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে পারে তার জন্য যদি আমাদের কোন সহযোগিতা লাগে আমার অবশ্যই পাশে থাকবো। এ শ্যামনগর আমাদের সকলের তাই উপজেলাকে সুন্দরভাবে পরিচালনা করতে হলে আমাদের সাথে সাংবাদিকদের কে একসাথে কাজ করতে হবে।