এম কামরুজ্জামান ( শ্যামনগর )জেলা প্রতিনিধি :: সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও কালিগঞ্জ রোকেয়া মুনছুর মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবুকে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ।
রোববার ( ১লা ডিসেম্বর )দুপুর ১২টার দিকে শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন কবির মোল্যার নেতৃত্বে পুলিশ দল জাহাজঘাটা ব্রিজের নিকট থেকে তাকে আটক করে।গত ২৯ নভেম্বর বিস্ফোরক দ্রব্য আইনে তার বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা হয়েছে যাহার নং-১৬।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বিস্ফোরক দ্রব্য আইনে সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে সাতক্ষীরা আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ হবে।