ঝিনাইদহ প্রতিনিধি :: শৈলকুপায় হত্যা মামলার আসামীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার ( ৩০জুলাই ) শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের পুরাতন বাখরবা গ্রামে প্রতিপক্ষের হামলায় জানিক হোসেন ( ৪৮ ) খুন হয়। নিহত ঐ গ্রামের ইবাদত হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানাই,শনিবার রাতে প্রতিপক্ষরা উপর্যুপরি কুপিয়ে জানিক হোসেনকে মৃত ভেবে ফেলে রেখে যায়। মুমূর্ষ অবস্থায় প্রথম তাকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তিনি মারা যান। নিহত জানিক জুলফিকার কাইসার টিপুর সমর্থক ও একটি হত্যা মামলার আসামি বলে আরো জানা গেছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )আমিনুল ইসলাম জানান,দুই গ্রুপের আধিপত্য বিস্তার ও দলাদলি ঘটনার জের ধরে এই হত্যাকান্ড সংগঠিত হতে পারে বলে ধারনা করা হচ্ছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশ কাজ করছে।