যশোর আজ সোমবার , ২৯ এপ্রিল ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

শাহরুখ খান কোচ হলেন আব্রামের

প্রতিবেদক
Jashore Post
এপ্রিল ২৯, ২০২৪ ৮:২৯ অপরাহ্ণ
শাহরুখ খান কোচ হলেন আব্রামের
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

খেলার মাঠে সুপারস্টার শাহরুখ খানের দেখা গেল কোচিং করাতে। তাও আবার নিজের ছোট ছেলে আব্রাম খানকে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রবিবার ইডেনে সন্ধায় দেখা গেল কেকেআর দলের প্র‌্যাকটিসে প্রথমবার টিম মালিক শাহরুখ খান এলেন। সময় দিলেন প্র্যাকটিসে। সেখানে দেখা গেলে শাহরুখপুত্র আব্রামকেও। ছেলেকে নিজের হাতে কোচিং করালেন শাহরুখ খান।

ছেলেকে ক্রিকেট শেখানোর সময় শাহরুখকে বলতে শোনা গেল, ‘আব্রাম, হচ্ছে না। তুমি বুঝতে পারছো না। হাই ক‌্যাচ ধরার সময় শরীরকে বলের কাছে আনার চেষ্টা করো, বুঝলে? দ‌্যাখো, এটাকে বলে ফ্রন্টফুট ডিফেন্স। ব‌্যাট আর পায়ের পজিশন এ শট খেলার সময় এ রকম থাকবে। আমি যা করছি,দেখে রাখো! তুমিও ট্রাই করো, পারবে।’

এছাড়া ছেলের মাথায় বল লাগলে বাদশাকে বলতে শোনা গেল, ‘আরে, বল লাগল নাকি মাথায়? দেখি, দেখি। বলো দেখি আব্রাম, কয়টা আঙুল তোমার সামনে? একটা? নাকি দুইটা?’ বাবা ছেলের এই দৃশ্য প্রাণভরে উপভোগ করলো উপস্থিত ক্রিকেটাররা।

এদিকে শাহরুখকে প্র্যাকটিস সেশনে পেয়ে উচ্ছ্বসিত ক্রিকেটাররাও। কখনও বোলার তো কখনও ব‌্যাটারের ভূমিকায় শাহরুখের অবতরণ। কখনও রিঙ্কু সিংয়ের বোলিংয়ে বাদশাহী শট খেলা! অবশ্য হঠাৎ এভাবে শাহরুখ খানের আগমন কি পূর্ব পরিকল্পিত?

বিষয়টা এমন নয়। কেকে আর টিমের কারো কারো মতে, প্ল‌্যান-প্রোগ্রাম করে কিছুই হয়নি। হুট করে শাহরুখ ঠিক করেন, ইডেন আসবেন।

আব্রাম নাকি চাইছিল একটু ক্রিকেট খেলতে। বিগত পাঁচ দিন ধরে শহরে বসে রয়েছেন ‘কিং খান’। তাই ছেলের সঙ্গে সময় কাটাতে ইডেনে আগমন কিং খানের।

 

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত