শার্শা প্রতিনিধি:: যশোরের শার্শা বাগ আঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের মাদক বিরোধী অভিযানে ০২ কেজি গাঁজা সহ মর্জিনা (৫০) নামের মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। সে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন গাজীপুর গ্রামের মৃত নুরু ইসলামের স্ত্রী।
শুক্রবার ( ২৯ অক্টোবর ) সকালে সাতমাইল এলাকা হতে বাঁগ আচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করেন।
শার্শা থানা সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে বাগ আঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই ফিরোজের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সকাল ০৭.৩০ মিনিটে মাদক বিরোধী অভিযান চালিয়ে শার্শা থানাধীন গোগা টু সাতমাইলগামী রোডের নতুন কবর স্থানের সামনে পাকা রাস্তার উপর হতে ভ্যান যোগে যাওয়ার সময় শরীরের ভিতর বিশেষ ভাবে রক্ষিত ০২ কেজি গাঁজাসহ মর্জিনা নামের ঐ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) নারী মাদক ব্যবসায়ী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃতের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।