বেনাপোল প্রতিনিধি :: যশোরের শার্শায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শার্শা উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৩ ফেব্রুয়ারী ) বিকালে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন যশোর জেলা বিএনপির আহবাহক অধ্যাপিকা নার্গিস বেগম।
পরে ইসলাম ও গীতা ধর্ম পাঠের মধ্য দিয়ে গত ১৫ বছরে আওয়ামীলীগ সরকারের শাসনামলে হত্যার শিকার বিএনপি ও ছাত্র জনতার আতার মাগফেরাত কামনা করে অনুষ্ঠান শুরু হয়।
শার্শা উপজেলা বিএনপির আহবাহক খায়রুজ্জামান মধুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক বাবু জয়ন্ত কুমার কুন্ডু,যশোর জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল ইসলাম সাবু,যুগ্ম আহবাহক দেলোয়ার হোসেন খোকন,সাবেক বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।
সম্মেলনে শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহীর,সাধারন সম্পাদক নুরুজ্জান লিটন ও আশরাফুল আলম বাবুকে সাংগঠনিক সম্পাদক করে কমিটির ১২ সদস্যের নাম ঘোষণা করা হয়। আগামী দুই বছরের জন্য তারা দায়িত্ব পালন করবেন বলে আরো জানা গেছে।
এর আগে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে রং-বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে ক্যাপ, টিশার্ট পরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সমাবেশস্থলে এসে জড়ো হয়।