স্টাফ রিপোর্টার :: শার্শার ডিহি ইউনিয়ন পরিষদ হতে ভারতীয় নাগরিক ছকিনা খাতুনের নামে ইস্যুকৃত জন্মসনদ ( ১০মে ২০২৩ইং) সরবারহের নেপথ্যে রয়েছে ইউপি সচিব সুফল কুমার সাহা।
সচিবের স্বেচ্ছাচারিতাই উপযুক্ত কাজপত্র ছাড়াই বেআইনী ভাবে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের পশ্চিমবজ্ঞের বাজিতপুরের বাসিন্দা ছকিনা খাতুনকে জন্মসনদ দিয়ে বাংলাদেশী ভোটার ও নাগরিক বানানোর অপচেষ্ঠা চালাচ্ছেন বলে অভিযোগ জানিয়েছেন ইউনিয়নটির তেবাড়িয়া গ্রামের মৃতঃ আলমগীর হোসেন চুনুর স্ত্রী মোছাঃ কাজল রেখা।
অভিযোগকারীর দাবী বড় অঙ্কের ঘুস বানিজ্যে দূর্নীতিগ্রস্থ সচিব জন্মসনদ প্রদানে সহায়তা করেছে যা সুষ্ঠ তদন্তে বেরীয়ে আসবে। ইস্যুকৃত জন্মসনদের ( জন্মনিবন্ধন নং ১৯৬১৪১১৯০৩৪১১২০৯০ ) অপব্যবহার এর প্রতিকার চেয়ে গত ২৬ জুন ২০২৩ইং তারিখে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন বলে তিনি আরো জানান।
অভিযোগ বিষয়ে ডিহি ইউনিয়ন পরিষদের দায়িত্বরত সচিব সুফল কুমার সাহা জানান,উপযুক্ত কাগজপত্রের ভিত্তিতে বৈধ্য ভাবে ছকিনা খাতুনকে জন্মসনদ দেওয়া হয়েছে।
গনমাধ্যমকর্মীরা জন্মসনদ প্রাপ্তিতে আবেদনকারী প্রদত্ত কাগজপত্র দেখতে চাইলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সকল কাগজপত্র জমা দিবেন ও সেখান হতে সংগ্রহ করতে হবে বলে নিশ্চিত করেন। ৬২ বছর বয়সী মহিলা এখনো বাংলাদেশী ভোটার নন কেন ? এমন প্রশ্নের কোন সদউত্তর পাওয়া যাইনী।
অভিযোগ বিষয়ে সরেজমিনে তেবাড়িয়া গ্রামের স্থানীয় বাসিন্দাদের কাছে খোঁজ খবর নিলে ছকিনা খাতুন ভারতের স্থায়ী বাসিন্দা এবং তার স্বামীর নাম মোঃ মোস্তফা বলে জানা গেছে। পূর্ব পাকিস্তান আমলে ছকিনা খাতুন বৈবাহিক সুত্রে ১৯৬১সনের ও পূর্বে ভারতে চলে যান।
অভিযোগকারী কাজল রেখা সম্পর্কে ছকিনা খাতুনের ভাইয়ের বৌ । অভিযুক্ত কাজল রেখার সহিত একই পরিবারের মোস্তাফিজুর রহমান পলাশের জমাজমি সংক্রান্ত বিরোধ চলছে বলে এলাকাবাসী আরো জানান।
এলাকাবাসীর দেওয়া তথ্য মতে পলাশের সহিত যোগাযোগ করলে ভারতীয় নাগরিক ছকিনা খাতুনের জন্মসনদ প্রাপ্তিতে ইউপি সচিবের সহিত পলাশের যোগসাজের সত্যতা মিলেছে।এমনকি পলাশের বক্তব্য অনুযায়ী উপযুক্ত প্রমান পত্র ছাড়াই ইউপি সচিব সুফল কুমার সাহা ছকিনা খাতুনকে অগ্রিম জন্মসনদ সরবারহ করেছেন তা স্পষ্ট হয়েছে। তবে কি ইউপি সচিব সুফল কুমার ভারতীয় নাগরিককে বাংলাদেশী ভোটার ও নাগরিক বানানোর মিশনে নেমেছেন এমন প্রশ্ন জনমনে।
ভারতীয় নাগরিককে জন্মসনদ দেওয়ার ঘটনায় এলাকাবাসীর মধ্যে কৌতুহল সৃষ্টি হয়েছে। সুষ্ঠতদন্ত সাপেক্ষ্যে ইস্যুকৃত জন্মসনদ বাতিলের দাবী জানিয়েছেন অভিযোগকারী।