যশোর আজ রবিবার , ২৮ নভেম্বর ২০২১ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

শার্শায় নির্বাচনী সহিংতায় যুবক খুঁন

প্রতিবেদক
Jashore Post
নভেম্বর ২৮, ২০২১ ৬:২৭ পূর্বাহ্ণ
শার্শায় নির্বাচনী সহিংতায় যুবক খুঁন
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

শার্শা প্রতিনিধি :: যশোরের শার্শা উপজেলায় পৃথক নির্বাচনী সহিংসতায় এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। নিহত যুবক কুতুব উদ্দীন (৪৫) উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের মহিউদ্দীনের ছেলে ও চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের আলতাফ হোসেনের কর্মী।

শনিবার যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে কুতুব মারা যায়।

আহতরা হলেন, একই গ্রামের মৃত ফকির চাঁদের ছেলে আরশাদ আলী (৬০), আলাউদ্দীন (৫০), আরশাদ আলীর ছেলে ইকতিয়ার হোসেন (৩০), আফসার আলীর ছেলে ইউনুস আলী (২৮), ডিহি গ্রামের সিফাত উল্লাহর ছেলে কাওসার আলী (৪৫) ও মোকলেস আলীর ছেলে আমিরুল ইসলাম (৩৭)।

গ্রামবাসী সূত্র জানায়, শুক্রবার দুপুরে কায়বা গ্রাম থেকে নৌকার প্রার্থী টিংকুর সমর্থক মিন্টুর বাড়ির গোয়াল ঘর থেকে ৩৭ পিছ বোমা উদ্ধার করে থানা পুলিশ। টিংকুর সমর্থকদের ধারণা, আনারস প্রতীকের আলতাফ হোসেনের কর্মীরা তার বাড়িতে বোমা রেখে পুলিশে খবর দিয়েছে।

এরপর শনিবার রাত নয়টার দিকে নৌকা প্রতীকের সমর্থক খালেক, মিন্টু, আক্কাসসহ ৩০/৩৫ জন আনারস প্রতীকের নির্বাচনী অফিসে হামলা চালায়। এ সময় তারা আনারস প্রতীকের আরশাদ, আলাউদ্দীন, ইকতিয়ার ও আমিরুলকে উপর্যূপরি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টার দিকে মারা যান কুতুব উদ্দিন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর জখম হওয়া একজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে জানান,ইউনিয়নটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।হামলায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত